উদ্যানে পাখির মেলা | ছবি
১৩ জুলাই ২০২৪ ১০:২৩ | আপডেট: ১৩ জুলাই ২০২৪ ১৫:১৫
কাকাতুয়া পরিবারেরই পাখি, নাম ককাটিয়েল। সাধারণত খাঁচায় পোষা হলেও রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দেখা মিলল এক ককাটিয়েলের। মনের আনন্দে যেন ঘুরে বেড়াচ্ছিল। উদ্যানে ঘুরতে আসা অনেকেরই নজর কেড়েছে পাখিটি।
এদিকে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনের পাশের যে ঝিল, সেখানে যেন পাখির মেলা। চেনা-অচেনা নানা ধরনের পাখিরা সেখানে মেতেছিল জলকেলিতে। মাছরাঙ্গার মতো কেউ কেউ চুপটি করে বসেই কাটিয়েছে সময়। বর্ষায় সবুজের বুকে ফুল-ফল-পাখির মেলায় উদ্যান যেন নতুন প্রাণ পেয়েছে।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ