Wednesday 13 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাদিমপাড়া ইউনিয়ন অ্যাসোসিয়েশন ফ্রান্সের নতুন কমিটি গঠন

নজমুল হক, ফ্রান্স প্রতিনিধি
১৩ আগস্ট ২০২৫ ১২:৫৫ | আপডেট: ১৩ আগস্ট ২০২৫ ১৪:৪৭

প্রবাসী সিলেটবাসীর সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চারের লক্ষ্যে ফ্রান্সে ‘সিলেট ৪ নম্বর খাদিমপাড়া ইউনিয়ন অ্যাসোসিয়েশন’ ফ্রান্স শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় প্যারিসের লা কুরনভ এলাকার একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আবুবক্কর এবং সঞ্চালনা করেন রহিম উদ্দিন। দীর্ঘ আলোচনা-পর্যালোচনার পর সর্বসম্মতিক্রমে সভাপতি পদে নির্বাচিত হন তারেক হোসেন মাসুম এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন আহসান আহমদ। সভায় সিদ্ধান্ত হয়, খুব শিগগিরই একটি পূর্ণাঙ্গ ও কার্যকরী কমিটি গঠন করা হবে, যা প্রবাসীদের সেবায় নিরলসভাবে কাজ করবে।

বিজ্ঞাপন

সভায় উপস্থিত প্রবাসীরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও স্বচ্ছ রাখতে একটি পূর্ণাঙ্গ গঠনতন্ত্র ও কার্যবিধি প্রণয়নের ওপর জোর দেন। তারা বলেন, ‘গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম, মানবিক সহায়তা ও প্রবাসী অধিকার রক্ষার বিষয়গুলো অগ্রাধিকার পাবে।’

অনুষ্ঠানে বক্তব্য দেন সাজ্জাদ মিয়া, আব্দুল্লাহ, সোহেল আহমেদ, জবরুল, নজির উদ্দিন, নুরুল আমিন, সুমন আহমেদ, সেলিম আহমেদ, মুন্না মাহদি, হাসান, সাহিদ, রাজু মিয়া, জাবেদ, রাসেল আহমদসহ আরও অনেকে। বক্তারা সংগঠনের উদ্দেশ্য ও লক্ষ্য তুলে ধরে বলেন— ‘প্রবাসে থেকেও আমরা আমাদের গ্রামের উন্নয়ন, প্রবাসী ঐক্য এবং সামাজিক দায়িত্ববোধকে অগ্রাধিকার দেব।’

সভা শেষে সবাই নবগঠিত নেতৃত্বের প্রতি শুভকামনা জানান এবং একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সারাবাংলা/এমপি

নতুন কমিটি গঠন প্রবাসী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর