Saturday 27 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিয়াদে দ্য গ্রোভসের প্রত্যাবর্তন: মোহ, সংস্কৃতি ও রসনার এক অনন্য মৌসুম

সুপর্ণ রহমান
২৭ ডিসেম্বর ২০২৫ ২০:৫৯

ছবি: সংগৃহীত

সৌদি আরব: রিয়াদের বহুমাত্রিক অভিজ্ঞতার কেন্দ্র দ্য গ্রোভস আবার ফিরে আসছে রিয়াদ সিজন ২০২৫-এ, যেটা শুরু হয়েছে গত ৫ নভেম্বর এবং চলবে আগামী বছরের ১৯ জুলাই। পঞ্চম ও সবচেয়ে মোহনীয় এই সংস্করণে দর্শনার্থীদের জন্য অপেক্ষা করছে বিলাসবহুল ডাইনিং, সাংস্কৃতিক কতকথা এবং প্রকৃতির মাঝে ডুবে যাওয়ার মতো অনন্য অভিজ্ঞতার এক কল্পনাময় জগৎ। প্রতিটি মৌসুমে নতুন রূপে আবির্ভূত হওয়ার দর্শন নিয়ে, দ্য গ্রোভস এমন এক পরিসর তৈরি করেছে যেখানে কল্পনা, প্রকৃতি ও সংস্কৃতি অপূর্ব সুরে মিলিত হয়।

সৃজনশীলতার বিকশিত অধ্যায়

রিয়াদ সিজনের বিস্ময়কর সম্প্রসারণের সঙ্গে তাল মিলিয়ে দ্য গ্রোভসও ক্রমাগত বিকশিত হয়েছে। প্রথম দিকে যেখানে এই উৎসব কয়েক মিলিয়ন দর্শনার্থীকে আকর্ষণ করত, সেখানে ২০২৪ সালে দর্শনার্থীর সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি ২০ লাখ এবং ২০২৪–২০২৫ সংস্করণে তা দুই কোটিরও বেশি। এই অভূতপূর্ব আগ্রহের ধারাবাহিকতায় দ্য গ্রোভসের প্রথম আয়োজনে এক লাখের বেশি দর্শনার্থী এসেছিলেন; সেখান থেকে রিয়াদ সিজনের অন্যতম বহুল প্রত্যাশিত লাইফস্টাইল গন্তব্যে পরিণত হয়েছে।

বিজ্ঞাপন

সৌদি জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি ও সিহামকোর কৌশলগত সহযোগিতায় গড়ে ওঠা দ্য গ্রোভস প্রতিবছরই আরও বড়, আরও সাহসী ও আরও নিমগ্ন অভিজ্ঞতা নিয়ে হাজির হয়। এবছর রয়েছে ২০ শতাংশ বেশি জায়গা, ১০ শতাংশ বেশি ভেন্ডর ও পরিবেশনা, পাশাপাশি নতুন আকর্ষণ, অভিনব ধারণা এবং বিস্ময়ে ভরা এক স্বপ্নিল আবহ।

সৃজনশীলতার এক নতুন অধ্যায়

দ্য গ্রোভসের মূল প্রতিশ্রুতি হলো— প্রতিটি মৌসুম যেন একেকটি গল্পের অধ্যায়। এই সংস্করণে সেই গল্প বলার ধারা আরও গভীরভাবে প্রতিফলিত হয়েছে। দর্শনার্থীরা প্রবেশ করবেন রূপকথার মতো সাজানো ভুবনে, যেখানে সংস্কৃতি ও সৃজনশীলতার অপূর্ব মেলবন্ধন। প্রতিটি পথ, প্রতিটি কোণ পরিকল্পিত— কৌতূহল জাগাতে এবং ইন্দ্রিয়কে আলোড়িত করতে।

ঋতুভিত্তিক বাগান, নিমগ্ন বিনোদন পরিবেশনা এবং থিমভিত্তিক ডাইনিং জোন এই ভাবনাকেই জীবন্ত করে তুলেছে। নরম আলোয় আলোকিত পথ, রূপকথার পরী আর কল্পনাপ্রসূত আলো-মাথা প্রাণীরা প্রকৃতি ও কল্পনার সীমানা মুছে দেয়— যেখানে ঘুরে বেড়ানো যেমন আরামদায়ক, তেমনি প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে স্মরণীয় ও ছবি তোলার মতো।

সংস্কৃতি ও কারুশিল্পের প্রদর্শনী

এ বছরের অন্যতম আকর্ষণ সামুদা— একটি শিল্পনির্ভর রিটেইল গন্তব্য, যেখানে ঐতিহ্য ও আধুনিক কারুশিল্প মিলেছে। পণ্যগুলো ইতালিতে তৈরি হলেও অনুপ্রেরণা এসেছে সৌদি নকশা-চেতনা থেকে, ফলে প্রতিটি সৃষ্টি একদিকে স্থানীয় গর্বের, অন্যদিকে আন্তর্জাতিক মানের প্রতিচ্ছবি। এখানে কেনাকাটার পাশাপাশি দর্শনার্থীরা প্রতিটি নকশার পেছনের সাংস্কৃতিক গল্পও অনুভব করতে পারবেন।

রসনার দিক থেকেও দ্য গ্রোভস অনন্য। গুলনাজ খানুম, সৌদি-জন্ম নেওয়া প্রথম পারস্যভিত্তিক রেস্তোরাঁ ধারণা, প্রাচীন পারস্যের ঐশ্বর্য ও রুচিকে তুলে ধরে স্বাদ ও পরিবেশ— এই দুই দিক থেকেই। ঐতিহ্যবাহী পারস্য বাদ্যযন্ত্রের সুরে খাবার উপভোগ যেন ইতিহাসের মাঝে এক ভ্রমণ।

এর কাছেই রয়েছে হারেত আবু ইসাম, জনপ্রিয় সিরিজ বাব আল-হারা-কে ঘিরে তৈরি এক নস্টালজিক সিরিয়ান অভিজ্ঞতা—ডাবকে নৃত্য, উষ্ণ আতিথেয়তা আর পুরনো দামেস্কের সামষ্টিক চেতনায় ভরপুর।

মিষ্টান্নপ্রেমীদের জন্য রয়েছে দ্য গ্রোভ, এক চকলেট-সুগন্ধি রূপকথার জগৎ— রঙিন চরিত্র, প্রাণবন্ত নকশা আর শিশুসুলভ আনন্দে ভরা।

সব ধরনের জীবনধারার জন্য অভিজ্ঞতা

পোষ্যপ্রেমীদের জন্য লুকা পার্ক এক অনন্য আশ্রয়—ইনডোর ও আউটডোর সুবিধাসহ গ্রুমিং, ভেটেরিনারি সেবা, ডগ হোটেল, ডগ বিচ এবং পেট-ফ্রেন্ডলি ক্যাফে। এখানে পোষ্যরা কেবল স্বাগতই নয়, বরং বিশেষ যত্নে উদযাপিত।

যারা একটু ধীর গতির সময় চান, তাদের জন্য দ্য গ্রোভস কাশতা— হ্রদের ধারে পিকনিকের আয়োজন, ওপেন এয়ার থিয়েটারের পাশে শান্ত, উষ্ণ পরিবেশে পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর আদর্শ স্থান।

অন্যদিকে দ্য গ্রোভস ভিলেজ এক পরিশীলিত লাইফস্টাইল জেলা—১৬টি বিলাসবহুল খোলা কেবানা, বুটিক শপ, শিল্পঘেঁষা ক্যাফে ও মনোরম হাঁটার পথ। সন্ধ্যার ঝিকিমিকি আলোয় এই এলাকাটি হয়ে ওঠে আরও মোহময়।

খাবারপ্রেমীদের জন্য রয়েছে আরও বৈচিত্র্য—দ্য গ্রোভস পিজারিয়ার কাঠের চুলায় তৈরি নেপোলিটান পিজা, জামা জুলুর প্রাণবন্ত স্ট্রিট-ফুড ছন্দ, আর জোডিয়াক গার্ডেনের ইতালিয়ান-জাপানি ফিউশন শিল্পকলা।

কেন বাংলাদেশি পর্যটকদের কাছে দ্য গ্রোভস আপন ঘরের মতো লাগবে

সৌদি আরবে দ্রুত বর্ধনশীল পর্যটক গোষ্ঠীর মধ্যে বাংলাদেশিরা অন্যতম। দ্য গ্রোভসের সাংস্কৃতিক বৈচিত্র্য, উষ্ণ আতিথেয়তা ও খাবারের সমৃদ্ধ সম্ভার বাংলাদেশি ভ্রমণপিপাসুদের রুচি ও মূল্যবোধের সঙ্গে গভীরভাবে মিলে যায়—যেখানে প্রাণবন্ত পরিবেশ ও যৌথ সাংস্কৃতিক অভিজ্ঞতা বিশেষ গুরুত্ব পায়।

সবশেষে বলা যায়, দ্য গ্রোভসের প্রকৃত সৌন্দর্য তার সামগ্রিকতায়—ঋতুভিত্তিক বাগান, নান্দনিক নকশা, রসনা ও সংস্কৃতির গল্পকথার মেলবন্ধন। এই সমন্বিত অভিজ্ঞতাই দর্শনার্থীদের বারবার টেনে আনে—প্রতিটি অধ্যায়ে নতুনত্ব থাকলেও, বিস্ময় ও সৌন্দর্যের স্বাক্ষর থেকে যায় অটুট।

আরও তথ্যের জন্য যোগাযোগ করুন: https://www.visitsaudi.com/en/riyadh/events/the-groves

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

প্রাণিপ্রেমী তারেক রহমান
২৭ ডিসেম্বর ২০২৫ ২০:৩০

আরো

সম্পর্কিত খবর