ফ্রান্স: ফ্রান্সের প্যারিসে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে নতুন বছর। বর্ষবরণের প্রধান আয়োজনের কেন্দ্রবিন্দু ছিল শঁজেলিজে অ্যাভিনিউ ও আইফেল টাওয়ার এলাকা। নতুন বছরের আগমুহূর্তে সেখানে জড়ো হন হাজারো মানুষ।
বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার সঙ্গে সঙ্গে আইফেল টাওয়ারে আলোকসজ্জা ও আতশবাজির প্রদর্শনী শুরু হয়। আলো, সংগীত ও কাউন্টডাউনের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানায় উপস্থিত জনতা। অনেকেই পরিবার ও বন্ধুদের সঙ্গে মুহূর্তটি উপভোগ করেন, কেউ কেউ স্মরণীয় করে রাখতে ছবি ও ভিডিও ধারণ করেন।
নিরাপত্তা নিশ্চিত করতে শহরজুড়ে নেওয়া হয় কঠোর ব্যবস্থা। গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং জনসমাগমস্থলে নজরদারি বাড়ানো হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নতুন বছরের প্রথম দিনে প্যারিসবাসীর পাশাপাশি পর্যটকদের মাঝেও ছিল আনন্দের আমেজ। অনেকেই নতুন বছরের শুরুতে শান্তি, সহনশীলতা ও সুসম্পর্কের প্রত্যাশা ব্যক্ত করেন।