Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেদ্দায় গাড়ির ধাক্কায় বাংলাদেশির মৃত্যু


২৩ জুলাই ২০১৮ ১০:১৪

।। সাগর চৌধুরী, সৌদি আরব ।।

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি মারা গেছেন। রোববার (২২ জুলাই) দেশটির স্থানীয় সময় রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তির নাম আল আমিন নূর কারীম (৪৪)। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের সাত বাড়ীর আবুল খায়েরের ছেলে।

আল আমিন নূর কারীমের সহকর্মী অন্য বাংলাদেশীরা জানান, পেট্রোল পাম্প থেকে এশার নামাজের উদ্দেশ্যে মসজিদে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় দ্রুত গতির একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এখন তার লাশ তুয়েল হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

দীর্ঘ ১৩ বছর সৌদি আরবে কাজ করছিলেন আল আমিন। তার মৃত্যুতে জেদ্দার তুলেল এলাকার প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সারাবাংলা/এসএমএন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর