ওমানে বাংলাদেশ দূতাবাসের প্রধানকে বিদায়ী সংবর্ধনা
১৬ নভেম্বর ২০১৮ ১৭:২৬
।। সারাবাংলা ডেস্ক ।।
ওমানে বাংলাদেশ দূতাবাসের প্রধান (হেড অব চ্যান্সেরি) আবুল হাসান মৃধাকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে দেশটিতে বসবাসরত চট্টগ্রামবাসীদের সংগঠন ‘চট্টগ্রাম সমিতি ওমান’।
স্থানীয় সময় গত সোমবার রাতে দেশটির রাজধানী মাস্কাটের একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজক সংগঠনের অর্থ সম্পাদক নাছির মাহমুদ জানান, আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে এ কূটনীতিককে বিদায় জানান ওমান প্রবাসীরা।
চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি মোহাম্মাদ ইয়াছিন চৌধুরী সিআইপির সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আবু সাঈদ ও দ্বিতীয় সচিব আনোয়ার হোসেন, বাংলাদেশ স্কুল মাস্কাটের পরিচালক আশরাফুর রহমান সিআইপি, সমিতির উপদেষ্টা গোফরান, জ্যেষ্ঠ সহসভাপতি নুরুল আমিন চৌধুরী, সহসভাপতি এস এম জসিম উদ্দিন, সৈয়দ জাহাঙ্গীর আলম ও নুরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল চৌধুরী ও কমিউনিটি নেতা মো. রিয়াদ।
আবুল হাসান মৃধা তার বক্তব্যে জানান, রেমিটেন্স প্রেরণে ওমান এখন বিশ্বের ৪ নম্বরে অবস্থান রয়েছে। সর্বস্তরের প্রবাসীদের আন্তরিক সহযোগিতাই তার কাজকে সহজ করে দিয়েছে। প্রবাসীদের এ আন্তরিক সহযোগিতা ও ভালবাসা সবসময় তার প্রেরণা হয়ে থাকবে।
ওমানে প্রায় চার বছর দায়িত্ব পালন শেষে রাশিয়ায় বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর হিসেবে তিনি পদোন্নতি পেয়েছেন।
সারাবাংলা/আরডি/এমআই