Friday 09 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মক্কায় আওয়ামী পরিষদের উদ্যোগে বিজয় দিবস উদযাপন


১৮ ডিসেম্বর ২০১৮ ১০:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সেলিম আহমেদ, সৌদি আরব থেকে ।।

যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করেছে মক্কা আওয়ামী পরিষদের কেন্দ্রীয় কমিটি। এদিন শহীদদের স্মৃতির স্মরণে পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতারা জেদ্দা কনস্যুলেটের অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

তারা বলেন, ‘আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি লাখ লাখ বীর শহীদের, যারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের জন্য এনে দিয়েছে স্বাধীনতা। এই যুদ্ধ ছিলো অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জন্য যুদ্ধ, পরাধীনতার বিরুদ্ধে স্বাধীনতার জন্য যুদ্ধ, মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ের জন্য যুদ্ধ।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মক্কা আওয়ামী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি কায়সার মাহমুদ, সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, যুগ্ন সম্পাদক জসিম উদ্দিন মিজুমদার, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, মক্কা আওয়ামী পরিষদের নৌজা শাখার যুগ্ম সম্পাদক জসিম উদ্দিনসহ মক্কা আওয়ামী পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও