Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মন্ট্রিয়লে নারী দিবস উপলক্ষে নৈশভোজ


১০ মার্চ ২০১৯ ২২:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সারাবাংলা ডেস্ক ।।

বিশ্ব নারী দিবস উপলক্ষে কানাডার মন্ট্রিয়লে এক নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৮ মার্চ) সন্ধ্যায় বিসিসিবি এই আয়োজন করে। এটি অনুষ্ঠিত হয় মন্ট্রিয়লের সর্বপ্রথম বাংলাদেশি খাবারের রেস্তোরাঁয়।

বিগত বছরের মত এবছরও এই নৈশভোজের পরিকল্পনা আর তত্ত্বাবধানে ছিলেন রেহানা হোসেন এবং নাফিসা রহমান।

নৈশভোজে বক্তব্য রাখেন- বিশেষ অতিথি এম পি রেয়চেল বেন্দায়ান এবং মন্ট্রিয়ালের এক পৌরসভার মেয়র জুলিয়ানা ফুমাগালি। আরও উপস্থিত ছিলেন- বিসিসিবি মন্ট্রিয়ালের পরিচালনায় দায়িত্বরত রিয়াজ ফরিদি, সাহাব কাজী এবং হিসাম করিম।

এই আয়োজেনের মূল উদ্দেশ্য ছিল- মন্ট্রিয়লে বসবাসরত বাংলাদেশিদের সহযোগিতা করার পাশাপাশি উৎসাহ ও উদ্দীপনা দেওয়া। যাতে বাংলাদেশিরা কানাডীয় সমাজের মূলধারায় সম্পৃক্ত হতে পারেন। একইসঙ্গে বাংলাদেশি কৃষ্টি, সংস্কৃতি ও বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে কানাডিয়ানদের জানানো। যাতে তারা বাংলাদেশিদের ব্যাপারেও অনেক বেশি জানতে ও বুঝতে পারে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

বিজ্ঞাপন

সন্তান নিতে চান জয়া আহসান
৫ জুলাই ২০২৫ ২০:১৪

আরো

সম্পর্কিত খবর