Friday 22 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারীদের নিরাপত্তা দিতে হবে প্রতিদিন: ইতালিতে নারী নেতৃবৃন্দ


১৪ মার্চ ২০১৯ ১৩:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ইসমাইল হোসেন স্বপন, ইতালি থেকে ।।

ঘরে ও বাহিরে, সবসময় নারীদের নিরাপত্তা চেয়েছেন ইতালির তুসকোলানা নারী সংস্থার নেতৃবৃন্দরা। বিশ্ব নারী দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভায় তারা এ দাবি করেন। অনুষ্ঠানের সভাপতি সভাপতি মেরিন খান বলেন, নারীরা প্রতিনিয়ত ঘরে ও বাহিরে তাদের অবস্থান ও নিরাপত্তার জন্য যুদ্ধ করে যাচ্ছে। আধুনিকতার ছোঁয়া সর্বত্র থাকলেও নারীদের ক্ষেত্রে এখন অনেকাংশেই পাশবিক আচরণ করা একটি দেশ ও জাতির উন্নয়নের জন্য চরম বাধা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তুসকোলানা নারী সংস্থার মুনিয়া ইসলাম, ফারহানা সিদ্দিীক, লিয়া হোসাইন, নুরুন্নানাহারসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, ধূমকেতু স্যোসাল অর্গানাইজেশনের কর্ণধার নুরে আলম সিদ্দিকী বাচ্চু, হাসানুজ্জামান কামরুল, খন্দকার নাসির উদ্দিন, মুক্তার জামান ও ইমরান চৌধুরী বাবু। অনুষ্ঠানটি পরিচালনা করেন রুবাইয়াত ইসলাম রীতি।

সারাবাংলা/এনএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর