Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহেদুল নির্দোষ, প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা


২৪ জানুয়ারি ২০১৮ ১৪:৪৮

নিউইয়র্ক থেকে

নিউইয়র্কে গৃহকর্মী নির্যাতনের একটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন সেখানে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলাম।

মঙ্গলবার নিউইয়র্কের কুইন্সের অপরাধ আদালতের বিচারক ব্যারি ক্রন শাহেদুলকে নির্দোষ ঘোষণা করে তার পাসপোর্টও ফেরত দেন।

প্রতিহিংসার শিকার শাহেদুলের বিরুদ্ধে শ্রমিক পাচার, গৃহকর্মী নির্যাতন ও হত্যার হুমকির মিথ্যা অভিযোগ আনা হয়েছিলো, যা এই আদেশের মাধ্যমে খারিজ হয়ে গেল।

ওই অভিযোগে ২০১৭ সালের ১২ জুন নিউইয়র্কে নিজ বাসা থেকে শাহেদুল গ্রেফতার হন ও পরে জামিন নেন। ৫০ হাজার ডলারের বন্ড দিয়ে সেসময় জামিনে মুক্তি পান তিনি।

মামলার শুনানি শেষে বিচারক ব্যারি ক্রন সব অভিযোগ খারিজ করে দিয়ে মামলা থেকে শাহেদুলকে এবার অব্যাহতি দিলেন।

তরুণ এই কূটনীতিক নিউইয়র্কে অবস্থানকালে নিজের বাসায় কাজ করার জন্য রুহুল আমিন নামে বাংলাদেশিকে নিয়ে যান। পরে রুহুল আমিনই শাহেদুলের বিরুদ্ধে অভিযোগ আনেন। যা ছিল সম্পূর্ণ মিথ্যা।

মামলা থেকে অব্যাহতি পাওয়ার পর শাহেদুল সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা আমার ওপর আস্থা রেখেছেন, এ জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ’।

সারাবাংলা/এমএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর