বৈশাখ বরণ করলেন কানাডার এডমন্টন প্রবাসী বাংলাদেশিরা
১৩ এপ্রিল ২০১৯ ১১:১০
কানাডা: বাংলা নতুন বছরকে বরণ করে নিয়েছেন কানাডার এডমন্টন শহরের প্রবাসী বাংলাদেশিরা।
গত ৬ এপ্রিল (শনিবার) এডমন্টন শহরের সেজং মাল্টিকালচারাল সেন্টারে বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অব এডমন্টন (বিসিএই) এর কার্যনির্বাহী পরিষদ আয়োজন করে ‘এডমন্টন বাংলাদেশ ফেস্টিভাল’।
স্থানীয় সময় সকাল থেকেই সেজং মাল্টিকালচারাল সেন্টারে উপস্থিত হতে শুরু করেন প্রবাসী বাংলাদেশিরা। দুপুরে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় উৎসব। মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে ছিল বিভিন্ন ধরনের পোস্টার ও ফেস্টুন, যার মাধ্যমে বাংলা নববর্ষ, বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা হয়। সেসময় মঙ্গল শোভাযাত্রা যেন পরিনত হয় ছোট্ট একটি বাংলাদেশে।
দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত দর্শকরা উপভোগ করেন অনুষ্ঠান। বৈশাখী গান, নাচ, কবিতা আবৃতি, পালাগান, ফ্যাশন শো, মেলা এবং সেইসঙ্গে ছিল মুখরোচক খাবারের বিশেষ সমাহার। দীর্ঘদিন পর পরিচিতদের সঙ্গে দেখা হওয়ায় আড্ডায় মেতেছিলেন বাংলাদেশিরা।
রাতে শিল্পী কাদেরী কিবরিয়া এবং রুমানা ইসলাম তাদের গান দিয়ে দর্শক মাতান।
প্রবাসে বাংলাদেশিরা প্রচণ্ড ব্যস্ত জীবন কাটান। তার মধ্যে সময় বের করে বাংলাদেশ ও বাংলার ঐতিহ্যকে তুলে ধরতেই পালন করা হয় পহেলা বৈশাখের মতো উৎসব।
সারাবাংলা/এসএমএন