ইতালিতে বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়
২৪ জুন ২০১৯ ১৮:১৩
ইতালি থেকে: ইতালির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার। রোম দূতাবাসের কনফারেন্স কক্ষে প্রথম সচিব এরফানুল হকের সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ইতালিতে পড়তে আসা শিক্ষার্থীরা রাষ্ট্রদূতের কাছে তাদের ভাষাগত সমস্যা, শিক্ষানবীশ কাজের ক্ষেত্র, স্কলারশিপে সহযোগিতা, ভিসা জটিলতা নিরসনসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।
রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন এবং দ্রুত সমস্যাগুলোর সমাধানের আশ্বাস দেন।
মতবিনিময় সভায় রোমের লা সাপিয়েন্সা, রোম তরভেরগাতা বিশ্ববিদ্যালয়সহ বলোনিয়া, ভেনিস ও আনকোনা থেকে প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বাংলাদেশি স্টুডেন্টস অ্যাস্যোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, জুয়েল আহমেদ, সোহেল মিয়াজী, শামিমা নাসরিন, তানিয়া ঠাকুর, এম ডি রেজোয়ান হোসেন, ফয়সাল কবীর, সুজন খান, সিয়াম আহমেদ, আব্দুর রহমান মো. গালিব, মো. রাসেল, নাজিমুদ্দিন সিকদার, কে এম রশিদ উদ্দিন, রিফাত আরেফিন, সৈয়দ তাসফিন নাভিব, সিয়া জামান তিষা, তিথি ভূইয়া, মাজেদুদ মালেক, মো. শরিফুল ইসলাম, উম্মে সালসাবিল জাহান তাশিনা, সানজিদা জাহান, এলিনা নুশরাতসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এছাড়া দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর মানস মিত্র ও কাউন্সিলর সিকদার মো. আশরাফুর রহমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে রাষ্ট্রদূতকে এই ধরনের উদ্যোগ গ্রহণের জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন শিক্ষার্থীরা।
সারাবাংলা/এমআই