Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টোকিওতে রবীন্দ্র নজরুল জয়ন্তী উদযাপিত


২২ জুলাই ২০১৯ ০২:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মবার্ষিকী উপলক্ষে টোকিওর বাংলাদেশ দূতাবাসে রোববার (২১ জুলাই) দূতাবাসস্থ বঙ্গবন্ধু অডিটোরিয়ামে ‘রবীন্দ্র নজরুল জয়ন্তী’ উদযাপন করা হয়।

টোকিওর দূতাবাস থেকে রোববার (২১ জুলাই) এক বার্তায় বলা হয়েছে, জাপানে নিযুক্ত রাষ্ট্রদূত রাবাব ফাতিমা তার স্বাগত বক্তব্যে বাংলা সাহিত্যের উজ্জ্বলতম এই দুই নক্ষত্রের অবদান নিয়ে আলোচনা করেন। তাদের রচিত গান, কবিতা, উপন্যাস, গল্প, নাটকের বিভিন্ন সুন্দর দিক সমূহ তুলে ধরেন। তাদের ধর্মনিরপেক্ষ সৃষ্টিকর্মসমূহের প্রাসঙ্গিকতা অতীতের যে কোন সময়ের চেয়ে বেশি বলে রাষ্ট্রদূত ফাতিমা উল্লেখ করেন।

বিজ্ঞাপন

রাষ্ট্রদূত ফাতিমা বলেন যে তাদের রচনাসমূহ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বিশেষ প্রেরণা যুগিয়েছিল। স্বাধীনতার পরে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে নিয়ে আসেন এবং জাতীয় কবির মর্যাদা দেন।

এই আয়োজনের মধ্যে অন্যতম আকর্ষণ ছিল শীর্ষস্থানীয় বাংলাদেশ কমিউনিটির সদস্যদের অংশগ্রহণে রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, কবিতা ও নাচ পরিবেশন। অনুষ্ঠানে প্রতিষ্ঠিত জাপানিজ নাগরিকরা, বাংলাদেশ কমিউনিটি এবং বাংলাদেশ দূতাবাসের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অতিথি বৃন্দকে বাংলাদেশী খাবার পরিবেশন করা হয়।

সারাবাংলা/জেআইএল/টিএস

নজরুল রবীন্দ্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর