Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিউলে বর্ণিল আয়োজনে বিজয় দিবস উদযাপন


১৮ ডিসেম্বর ২০১৯ ১৬:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিউল: দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে যথাযোগ্য মর্যাদা ও আনন্দ-মুখর পরিবেশে ৪৯তম বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সিউলে বাংলাদেশ দূতাবাস এই অনুষ্ঠানের আয়োজন করে।

জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠানের কর্মসূচি। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধে শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। বিকেলে অনুষ্ঠানে যোগ দেন প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত তার বক্তব্যে প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে আর্থ-সামাজিক অভূতপূর্ব অর্জনসমূহ উল্লেখ করেন। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার জন্য প্রবাসীদের সাহায্যের আহ্বান জানান।

বিজ্ঞাপন

আলোচনা শেষে বাংলাদেশ দূতাবাস পরিবার ও কোরিয়ায় বসবাসরত বাংলাদেশের নাগরিকদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক পর্বের পর বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারের মাধ্যমে অতিথিদের আপ্যায়ন করা হয়।

পরবাস বিজয় দিবস সিউল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর