সিউলে বর্ণিল আয়োজনে বিজয় দিবস উদযাপন
১৮ ডিসেম্বর ২০১৯ ১৬:৫৫
সিউল: দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে যথাযোগ্য মর্যাদা ও আনন্দ-মুখর পরিবেশে ৪৯তম বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সিউলে বাংলাদেশ দূতাবাস এই অনুষ্ঠানের আয়োজন করে।
জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠানের কর্মসূচি। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধে শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। বিকেলে অনুষ্ঠানে যোগ দেন প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত তার বক্তব্যে প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে আর্থ-সামাজিক অভূতপূর্ব অর্জনসমূহ উল্লেখ করেন। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার জন্য প্রবাসীদের সাহায্যের আহ্বান জানান।
আলোচনা শেষে বাংলাদেশ দূতাবাস পরিবার ও কোরিয়ায় বসবাসরত বাংলাদেশের নাগরিকদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক পর্বের পর বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারের মাধ্যমে অতিথিদের আপ্যায়ন করা হয়।