Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তা‌রেক রহমা‌নের বিচা‌র দা‌বি‌তে প্রবাসী‌দের মানববন্ধন


২০ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট

লন্ড‌নে বাংলা‌দেশ হাইক‌মিশ‌নে সন্ত্রাসী হামলা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননার প্র‌তিবা‌দে তা‌রেক রহমানসহ সহ‌যো‌গ‌ী হামলাকারী‌দের বিচা‌রের দা‌বি‌তে মানববন্ধন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

মঙ্গলবার দুপু‌রে জাতীয় প্রেস ক্লা‌বের সাম‌নে ‘আমরা প্রবাসী’র উ‌দ্যো‌গে এ মানবন্ধন কর্মসূ‌চি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা ব‌লেন, লন্ড‌নে বাংলা‌দেশ হাইক‌মিশ‌নে সন্ত্রাসী হামলা ও বঙ্গবন্ধুর অবমাননার প্র‌তিবা‌দে তা‌রেক রহমানসহ অভিযুক্ত সকলের অ‌তি দ্রুত বিচার করতে হবে। অন্যথায় প্রবাসীরা একত্র হ‌য়ে তা‌রেক রহমান এবং সহ‌যোগী হামলাকারী‌দের বিরুদ্ধে ক‌ঠোর আ‌ন্দোলন গ‌ড়ে তুল‌ব।

বিজ্ঞাপন

মানব বন্ধনে উপস্থিত ছিলেন প্রধান সমন্বয়কারী শামীম হক, যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ এহসানুল হক, যুক্তরাষ্ট্র প্রবাসী তা‌য়েবুর রহমান ট‌নিসহ প্রমুখ।

সারাবাংলা/এমএমএইচ/টিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর