Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউইয়র্কে দরিদ্র স্কুল-শিক্ষার্থীদের সহায়তায় অপটিমিস্টস্


৮ ডিসেম্বর ২০১৭ ১২:৩৬

দি অপটিমিস্টস্

নিউইয়র্ক: যুক্তরােষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী বাংলােদিশ দরিদ্র পরিবারগুেলার স্কুলগামী শিক্ষার্থীদের স্কুল সাপ্লাই সংগ্রহে সহায়তা দেবে দি অপটিমিস্টস্। পর্যাপ্ত স্কুল সাপ্লাইয়ের অভাবে যেসব শিক্ষার্থীর লেখাপড়া ব্যাহত হয়, সেসব শিক্ষার্থীদেরকে সহায়তা দিতে এ কর্মসূচি এবারই প্রথম হাতে নিয়েছে সংগঠনটি।

যেসব বাবা-মা এ কর্মসূচি থেকে সহায়তা পেতে আগ্রহী, তাদের ২৫ ডিসেম্বরের মধ্যে ৭০১৭, থার্টি সেভেনথ এভিনিউ, ১ জ্যাকসনহাইটস, নিউইয়র্ক ঠিকানায় অপটিমিস্টস্-এর প্রেসিডেন্ট ড. ফেরদৌস খন্দকারের ক্লিনিকে সন্তানের
– স্কুল আইডি বা রিপোর্ট কার্ড এবং
– বৈধ মেডিকেইড কার্ড বা সাম্প্রতিক ট্যাক্স রিটার্নের কপি নিয়ে যোগাযোগ করতে হবে।

বিজ্ঞাপন

এ বছর প্রথমবারের মত কর্মসূচিটি শুধু কুইন্সে চালু হলেও আশা করা হচ্ছে আগামীতে এটি নিউইয়র্কের অন্যান্য এলাকাতেও বিস্তৃত হবে বলে জানিয়েছেন অপটিমিস্টস্ এর সংগঠকরা।

এ ব্যাপারে নিউইয়র্কে বাংলাদেশি কম্যুনিটির সবার সহায়তা চেয়েছে অপটিমিস্টস্।

অপটিমিস্টস্-এর স্কুল সাপ্লাই সহায়তা কর্মসূচি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে আগ্রহীরা [email protected] ঠিকানায় ইমেইল করতে বা 718-278-4953 নম্বরে ফোন করতে পারেন।

সারাবাংলা/এমএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর