Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতালিতে বৈধতা চেয়ে অভিবাসীদের আবেদন শুরু


২ জুন ২০২০ ১৩:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতালিতে অবৈধ অভিবাসীরা বৈধতা চেয়ে আবেদন করতে পারবেন। গতকাল সোমবার (১ জুন) থেকে এই আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। আগামী ১৫ জুলাই পর্যন্ত সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত আবেদন করা যাবে।

দীর্ঘ ৮ বছর পর ইতালিতে বৈধতা পাচ্ছেন পাঁচ লাখ অবৈধ অভিবাসী। এ উদ্যোগে করোনা বিপর্যস্ত দেশটিতে বসবাসরত অবৈধ অভিবাসীদের মুখে হাসি ফুটলেও অনিশ্চিত অনেকের বৈধ হওয়ার প্রক্রিয়া।

ইতালিতে নির্দিষ্ট দু’টি ক্যাটাগরি কৃষিকাজ ও বাসাবাড়িতে বয়স্কদের দেখাশোনা কাজের জন্য বৈধতা দেওয়া হবে। ফলে অনেক অবৈধ অভিবাসী বৈধ হওয়ার প্রক্রিয়া থেকে বাদ পড়বেন। এতে অনেক প্রবাসী বাংলাদেশিদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

এর আগে, ইতালিতে শর্তহীন সব অভিবাসীদের বৈধতা দেওয়ার দাবি জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। দেশটির রাজধানী রোমের পিয়াচ্ছা এসকুইলিনোতে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে কমিউনিটি নেতারা অবৈধভাবে বসবাসকারীদের বিনা শর্তে বৈধতা দিতে ইতালি সরকারের প্রতি আহ্বান জানান।

অবৈধ অভিবাসী আবেদনের সুযোগ ইতালি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর