ঘর— এটি শুধুই চারটি দেয়ালের সমষ্টি নয়। এটি স্মৃতির আধার, নিঃশ্বাস ফেলার জায়গা, শান্তির এক টুকরো চিলেকোঠা। দিনের শেষে ক্লান্ত শরীর আর বিভ্রান্ত মন যখন আশ্রয় খোঁজে, তখন সেই ঘরই হয়ে ওঠে আত্মিক শান্তির ঠিকানা। আর প্রিয় মানুষের সঙ্গে ভাগ করে নেওয়া একান্ত মুহূর্তগুলোর নীরব সাক্ষীও বটে এই ঘর। তাই তো ঘরের সৌন্দর্য ও আভিজাত্য […]
২৬ জুলাই ২০২৫ ১৯:৪২