Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শখের ব্যবসাই এখন ৩০ জনের কর্মক্ষেত্র

ফিচার ডেস্ক
২৩ নভেম্বর ২০২৪ ১৫:৩১

টপ হিজাব বিডির বাজারজাত করা আকর্ষণীয় হিজাব। ছবি: হাবিব রহমান

বলা হয়, পোশাক দেখে পাওয়া যায় ব্যক্তির রুচিপরিচয়। নিজেকে আকর্ষণীয় করে সাজিয়ে তুলতে পোশাকের গুরুত্ব তাই সীমাহীন। সংস্কৃতি ও রুচির বৈচিত্রের কারণে একেক অঞ্চলের মানুষ একেক রকম পোশাক পরেন। আরবের নারীদের গুরুত্বপূর্ণ পরিধেয় হিজাব এদেশে ধর্মীয় ঐতিহ্যের ধারায় এলেও এটি এখন অন্যতম ফ্যাশন অনুষঙ্গে পরিণত হয়েছে। নিজেকে সাজিয়ে তুলতে ফ্যাশন সচেতন নারীরা দিন দিন ঝুঁকছেন হিজাব পরার দিকে। বড় হয়েছে এর বাজার। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়েছে এর বিক্রি। শখ থেকে ক্ষুদ্র ব্যবসায় পরিণত হওয়া এমনই একটি হিজাবের অনলাইন দোকান ‘টপ হিজাব বিডি’। মাত্র ছয় বছরে আশাতীত সাফল্য এসেছে তাদের।

বিজ্ঞাপন

বরিশালের মেয়ে নিপু হোসেনের ছেলেবেলা থেকে আগ্রহ ছিল আঁকিবুকি আর ফ্যাশন ডিজাইনে। কিন্তু পরিবারের প্রত্যাশা মেটাতে গিয়ে প্রাতিষ্ঠানিক বিদ্যা অর্জন করেছেন ব্যবসায় শিক্ষা শাখায়। কখনো ভাবেননি যে, পোশাকের সঙ্গেই জড়িয়ে যাবে তার জীবন। হঠাৎ এক বন্ধুর মাধ্যমে খোঁজ পান তুর্কি হিজাবের। শুরুতে নিজে পরার জন্য দুটি হিজাব সংগ্রহ করেন। আশেপাশের অনেকেরই আগ্রহ দেখতে পান সেগুলোর প্রতি। আরো কিছু হিজাব এনে কাছের মানুষদের কাছে বিক্রিও করে দেন। পরিচিতদের গণ্ডি ছাড়িয়ে দূরের মানুষদেরও চাহিদা দেখতে পেয়ে পুরোপুরি ব্যবসায়িক চিন্তাটি খেলে যায় তার মাথায়। বর্তমানে তার অধীনে কাজ করছেন প্রায় ত্রিশ জন। নিজের সরকারি চাকুরে স্বামীর চেয়েও বেশি আয় তার।

বিজ্ঞাপন

নিপুর ফেসবুক পেইজের নাম ‘টপ হিজাব বিডি’। সেখানে একাধিক রঙের প্রায় পয়ষট্টি ধরনের হিজাব তিনি বিক্রি করছেন। নিপুর মতে, নকশার নতুনত্ব, আরামদায়ক কাপড় আর নাগালের ভেতর মূল্য থাকায় দ্রুত তারা হিজাবের বিশ্বস্ত ঠিকানা হয়ে উঠেছেন। ভোক্তার চাহিদার সঙ্গে সঙ্গে বেড়েছে তার ব্যস্ততাও। তবে পরিবার ও দুই বছরের সন্তান সামলে বেশ দক্ষতার সঙ্গেই সামলে নিচ্ছেন সবকিছু। তবে নিপু জানান, শুরুতে তাকে বেশ চ্যালেঞ্জের মুখেই পড়তে হয়েছিল। পরিবার ভাবতে পারেনি তিনি ব্যবসাটা এতটা দক্ষতার সঙ্গে সামলে নিতে পারবেন। নিপুর মতে, সবকিছু ছাপিয়ে নিজেকে মেলে ধরার একটা আনন্দ পাচ্ছেন তিনি।

নতুনদের জন্য তার পরামর্শ খুব বেশি টাকার কথা ভেবে মাথা না ঘামিয়ে স্বল্প পুঁজি দিয়ে ব্যবসাটা শুরু করে দেওয়া। তিনি নিজে মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে শুরু করে সাফল্য পেয়েছেন। তবে এর জন্য প্রয়োজন প্রচুর পরিশ্রম আর লেগে থাকা।

সারাবাংলা/এসবিডিই

টপ হিজাব বিডি হিজাব

বিজ্ঞাপন

সভ্য দেশের গৃহহীন মানুষ
২৩ নভেম্বর ২০২৪ ১৫:০৮

আরো

সম্পর্কিত খবর