Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধনুর হাতে টাকা আসবে আর মিথুনের আছে অসুস্থতার ভয়


২৬ ডিসেম্বর ২০১৭ ১৩:৫৬ | আপডেট: ২৯ মে ২০২০ ১৮:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)

কাজের ব্যপারে আন্তরিক হোন। যেকোনো কাজের জন্য আজকের দিনটি শুভ। বাসা বদলের জন্যও আজকের দিন খুব ভালো।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)

আজ মন উদাস থাকতে পারে। সহজে বিরক্ত হবেন না বা কাউকে আঘাতও করবেন না। পরিস্থিতি যাই হোক, নিজেকে নিয়ন্ত্রণ করুণ।

মিথুন: (২২ মে – ২১ জুন)

এই ঠান্ডা এই গরমের সময়টাতে হঠাৎঅসুস্থ হয়ে পড়তে পারেন। শরীরের প্রতি যত্ন নিন। বিপদ এড়াতে সতর্ক থাকুন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)

পরীক্ষার্থীদের জন্য দিনটি শুভ। যতটা পারুন অন্যকে সহায়তা করুন। আজ কিন্তু যোগাযোগ শুভ।

সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)

আজ যদি কোন উল্লেখযোগ্য ঘটনা নাও ঘটে তবুও হতাশ হতাশ হবেননা । সার্বিকভাবে দিনটি তেমন খারাপ যাবে না আপনার।

বিজ্ঞাপন

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

সম্পর্কর ব্যপারে যত্নশীল হোন। ঝামেলা যতটা পারুন এড়িয়ে চলার চেষ্টা করুন। পুরনো কাজ জমিয়ে না রেখে দ্রুত শেষ করে অন্য কাজে মনযোগী হোন। নতুন বছর এসেই গেল।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)

দম্পতিরা সংসারে নতুন অতিথি আনার কথা ভাবুন। নতুন একজন মানুষ এসে ভরিয়ে দেবে আপনার মানসিক শূন্যতা। আজ যোগাযোগ শুভ।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

আজ দূরে কোথাও যাওয়ার কথা না ভাবাই ভালো হবে আপনার জন্য। অসুস্থ বোধ করলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

অপ্রত্যাশিতভাবে হাতে মোটা অংকের টাকা চলে আসতে পারে। তবে সামনে খরচ বাড়বে, হিসেব করে খরচ করুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)

বিতর্কে জড়াবেন না। এতে বিপদের সম্ভাবনা বাড়বে। রাগ জমিয়ে না রেখে ক্ষমা করে দিয়ে আগে বাড়ুন। যত বেশি ইতিবাচক হবেন, ততই ভালো।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

আজ সারাদিন আপনার কাজগুলো ঠিক মতো হবে না হয়তো। হতাশ না হয়ে লেগে থাকুন। পরিশ্রমের ফল দ্রুতই পেয়ে যাবেন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

বেশ কিছুদিন ধরে অর্থ সংকটে ভুগছিলেন তো। সেটা কাটার সময় এসে গিয়েছে। পারস্পারিক সম্পর্কের গভীরতা বাড়বে। সবকিছু মিলিয়ে ঈশ্বরকে মনে করতে ভুলবেন না।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর