Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তুলা করবে মন জয় আর মকরের উচিৎ হবে মাথা ঠান্ডা রাখা…


২৮ ডিসেম্বর ২০১৭ ১৩:২৫ | আপডেট: ২৯ মে ২০২০ ১৮:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৮ মার্চ, বৃহস্পতিবার, দশমী তিথি। অশ্বনী নক্ষত্র। শাসক গ্রহ: শনি।

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)

কর্মক্ষেত্রে ও ব্যবসায় যশ বাড়বে আশা করা যায়। একই সঙ্গে বাড়বে আয়। কতৃত্ব করার ক্ষমতা বাড়বে। প্রেম যোগ শুভ। শিক্ষকদের সম্মান বাড়বে।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)

নিজেকে দৃঢ়চেতা মনে হবে। কাজে তার প্রমাণ মিলবে। তবে মঝে মাঝে বাধা আসতে পারে। প্রেমিক যুগল একে অপরের আরো কাছে আসবে। তবে শিক্ষার্থীদের পড়ালেখা বাধা পেতে পারে।

মিথুন: (২২ মে – ২১ জুন)

সহকর্মীর সহায়তা পাবেন। অতিরিক্ত খরচ হয়ে যেতে পারে। প্রিয়জনের রূপে মুগ্ধ হয়ে থাকবেন। শিক্ষা যোগ শুভ।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)

গোপনে কেউ শত্রুতা করতে পারে। কিন্তু নেতৃত্ব ক্ষমতায় সফল হবেন। প্রেম যোগ শুভ। শিক্ষার্থীরা এগিয়ে যাবেন।

বিজ্ঞাপন

সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)

মন কিছুটা উদাস থাকবে। নিজেকে ধরে রাখতে চেষ্টা করুন। হঠাৎ করে বহু আগের টাকা ফেরৎ পেতে পারেন। কৌশলী না হলে কর্মক্ষেত্রে সফলতা আসবে না। প্রেমিক যুগল একে অন্যকে মনে পড়বে। শিক্ষার্থীরা আজকের দিন কাজে লাগান।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

কর্মক্ষেত্রে মাথা ঠাণ্ডা রাখুন। পরিবারেও তাই। সবার সহযোগিতা পাবেন যেকোন কাজে। সারাদিন বিবাদে কাটতে পারে তাই মাথা ঠান্ডা রাখুন। প্রেমের ক্ষেত্রে শান্ত থাকুন। শিক্ষা যোগ আছে।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)

আপনার আচরণে সবাই সন্তুষ্ট হবে। লক্ষ্যে পৌঁছাবেন। প্রেমে সফল হবেন। বাড়তি খরচ হয়ে যেতে পারে। শিক্ষা যোগ আছে।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

আজ যোগাযোগ শুভ। চেষ্টা করুন, সফল হবেন। প্রেমিক যুগল মিলনের আনন্দে ভাসবেন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

সারাদিন বিভিন্ন কাজে অযাচিত বাধা আসবে। ভ্রমণের সম্ভাবনা আছে। ভালবাসায় ভুল বোঝাবুঝি হতে পারে।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)

নিজের মতকে প্রাধান্য না দিয়ে অন্যকে বোঝার চেষ্টা করুন। কারণ আজ অশান্তিতে কাটতে পারে। ভালবাসার মানুষের সঙ্গে বিরোধে না যাওয়াই উচিৎ হবে। শিক্ষার্থীরা মাথা ঠাণ্ডা রাখুন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

এমন কিছু করবেন না যাতে কর্মক্ষেত্রে সম্মানহানী হয়। নিজের সিদ্ধান্তের সঙ্গে পরিবেশ নাও মিলতে পারে। প্রেমের ক্ষেত্রে সংযত হোন। শিক্ষার্থীরা পড়ালেখা মনোযোগী হোন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

আয় বাড়তে পারে। চিন্তায় পরিবর্তন আসতে পারে। মাঝে মাঝে বাধা আসবে- তবে স্থায়ী হবে না। প্রিয়জনের সঙ্গে মতের মিল নাও হতে পারে।

সারাবাংলা/এটি/আরএফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর