Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজকের রাশিফল: ০২ জানুয়ারি ২০১৮


২ জানুয়ারি ২০১৮ ১৪:৩২ | আপডেট: ২৯ মে ২০২০ ১৮:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ মঙ্গলবার, পূর্ণিমা তিথি, আব্রা নক্ষত্র, জানুয়ারি ২, ২০১৮

মেষ (মার্চ ২১ থেকে এপ্রিল ২০)
আজ সকল কাজে আশানুরূপ ফল পাওয়ার কথা। সকল চেষ্টায় সাফল্য লাভের আশা রাখতে পারেন। অসুস্থদের স্বাস্থের উন্নতি ঘটার কথা। দাম্পত্য ও ব্ন্ধুত্বে আজ ইচ্ছা পূরণের আশা রাখেন। বিদ্যায় বাঁধা আসতে পারে তাই সাবধান।

বৃষ (২১ এপ্রিল – ২১ মে)
আজ কাজের জায়গায় সমালোচনার সম্মুখীন হতে পারেন। তবে কৌশল করে চলতে পারলে অর্থলাভের সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ভাবাবেগে তাড়িত হবেন। পড়াশোনায় আজ স্বাভাবিক অবস্থা বিরাজ করবে।

মিথুন (২২ মে – ২১ জুন)
আজ নতুন বা পুরনো যেকোন কাজে নিশ্চিন্তমনে অগ্রসর হতে পারেন, সফলতার সম্ভাবনা আছে। আজ কাউকে ভালবাসার কথা জানিয়ে দেখতে পারেন, হ্যা শোনার সম্ভাবনা আছে। আর যাদের সঙ্গী আছে তাদের জন্য রোমান্স শুভ। শিক্ষায় যশ লাভ হবে।

বিজ্ঞাপন

কর্কট (২২ জুন – ২২ জুলাই)
খরচ কমাতে চেষ্টা করুণ, অর্থব্যায়ের সম্ভাবনা আছে। পরিবার বা বন্ধুত্বের ক্ষেত্রে দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। বিদ্যায় ভাল করতে প্রতিজ্ঞাবদ্ধ হোন।

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)
আজকের পরিবেশ যেকোন ক্ষেত্রে আপনার জন্য সুবাতাস বয়ে আনতে পারে। কাজের শেষে বাড়িতে ফিরে কোন নতুন অতিথির দেখা পেতে পারেন। পারিবারিক ক্ষেত্রে সুখের দেখা পাবেন আজ। বিদ্যায় বাঁধা আসতে পারে তাই পরিকল্পনা ঠিক রাখুন।

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
আজ নতুন পদক্ষেপ নিতে পারেন, সাফল্যের সম্ভাবনা আছে। বন্ধুত্ব ও ভালবাসায় যোগাযোগ শুভ। শিক্ষায় ব্যস্ততা বাড়বে।

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
আজ সারাদিন দুশ্চিন্তা ও অস্থিরতায় কাটতে পারে। হাতে আসা কোন সুযোগও হাতছাড়া হতে পারে। পারিবারে কিংবা ও বন্ধুত্বে বুদ্ধি দিয়ে চলুন।

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
মিত্রজনের সাথে যেকোন ঝামেলায় জড়াতে পারেন। স্বাস্থ্যহানি ঘটার সম্ভাবনাও প্রবল। ভালবাসার মানুষের সাথে ঝামেলা এড়াতে বুঝেশুনে কথা বলুন। শিক্ষায় স্বাভাবিক অবস্থা বিরাজ করবে।

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
নানা রকমভাবে আজকের দিনটা সুখে কাটতে পারে। কোন কাজে সম্মান বাড়ার সম্ভাবনা আছে আজ। বন্ধুত্ব ও ভালবাসায় মিলন ঘটতে পারে। ছাত্ররা বিষন্নতায় ভুগতে পারেন।

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারী)
সকল ক্ষেত্রে আজকের দিন আপনার জন্য সুখের হওয়ার কথা। পারিবারিক ও বন্ধুত্বের ক্ষেত্রে আশানুরূপ ফল পাওয়ার কথা। বিদ্যায় শুভ ভাব বিরাজ করবে।

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
সারাদিন চিন্তায় কাটলেও প্রাপ্ত টাকা ফেরত পাওয়ার কথা। বিদ্যায় নানা সুযোগ আসতে পারে, কাজে লাগাতে ভুলবেননা যেন। বিপরীত লিঙ্গের সাথে সখ্যতা বাড়তে পারে।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ র্মাচ)
যেকোন কাজে সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। অনিচ্ছা থাকার পরেও ঘোরাঘুরি করতে হবে। পারিবারিক ও বন্ধুত্বে স্বজনদের কথার মূল্যায়ন করুণ। বিদ্যাক্ষেত্রে সফলতা পেতে সুচিন্তা প্রয়োগ করুণ।

সারাবাংলা/আরএফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর