Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজকের রাশিফল: ৪ মে ২০২০


৪ মে ২০২০ ১৬:৩৯ | আপডেট: ২৯ মে ২০২০ ১৮:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জ্যোতিষ শাস্ত্র অনুসারে দৈনিক রাশিফল জাতক/জাতিকার প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে। এটি জ্যোতিষশাস্ত্রের এমন একটি ধরণ, যার মাধ্যমে শুভ-অশুভ সময় নির্ণয় করে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যকথন করা হয়ে থাকে। বৈদিক জ্যোতিষে সম্পূর্ণ জন্ম কুণ্ডলী ৩৬০ ডিগ্রীর হয়ে থাকে এবং প্রতিটি রাশি ৩০ ডিগ্রী করে থাকে। ১২টি রাশি- মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন –এর নিজ নিজ অধিপতি গ্রহ রয়েছে। আবার প্রত্যেকটি গ্রহের ৩টি করে মোট ২৭টি নক্ষত্র রয়েছ, যে কারণে প্রত্যেকটি রাশির ফলাদেশ বা রাশিফল ভিন্ন হয়ে থাকে। ভারতীয় বৈদিক জ্যোতিষ শাস্ত্রে প্রধানত ১২টি রাশি, ৯টি গ্রহ ও ২৭টি নক্ষত্র নিয়ে হিসেব গণনা করা হয়ে থাকে, তবে এর বাইরেও আরো অনেক সূক্ষ্ণ হিসেব রয়েছে। প্রত্যেকটি রাশি, গ্রহ ও নক্ষত্রের নিজ নিজ কিছু নির্দিষ্ট স্বভাব বা বৈশিষ্ট্য রয়েছে, তাই প্রতিদিন গ্রহ-নক্ষত্রের স্থিতি, গ্রহদের প্রাত্যহিক পরিবর্তন, কুণ্ডলীতে গোচর, দৃষ্টি এবং অন্যান্য ব্রহ্মাণ্ডীয় গণনার মাধ্যমে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মানুষের স্বাস্থ্য, বৈবাহিক জীবন, প্রেম, ধনসম্পদ, পেশার মতো সমস্ত বিষয়েই ধারণা দেওয়ার উদেশ্যে রাশিফল তৈরি করা হয়ে থাকে। যদিও এই রাশিফল প্রাত্যহিক জীবনের বিশালতার তুলনায় খুবই সামান্য আকারে হয়ে থাকে, তথাপি উপকৃত হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে।

বিজ্ঞাপন

আজকের দিনে কোন বিষয়ে সাবধান থাকতে হবে, অধিক মনোযোগী থাকতে হবে বা কী আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে এবং আপনার সামনে কী বাধা আসতে পারে ইত্যাদি। এবার চলুন রাশি অনুসারে দেখে নেওয়া যাক আজকের দিনে আপনার গ্রহ-নক্ষত্রের অবস্থান কী বলছে-

মেষ রাশি
অপচয় বাড়তে পারে। ক্রোধ থেকে নিজেকে দূরে রাখুন। শত্রু সবল থাকবে। বিচক্ষণতা ও বিনম্রতাই আপনার বর্তমান কৌশল হওয়া উচিৎ। খেলোয়াড়দের জন্য দিনটি শুভ।

বৃষ রাশি
আর্থিক দিক শুভ। অপারেশনের যোগ আছে। মনে হঠাৎ কোন অজানা ভয় আসতে পারে। তবে বিচলিত হওয়ার কিছু নেই। স্ত্রী সন্তানকে একটু বেশী সময় দেওয়ার চেষ্টা করুন।

মিথুন রাশি
কোন প্রভাবশালী ব্যক্তির দ্বারা বড় কোন কাজে সফলতা পেতে পারেন। বড় নির্ণয় না নেয়াই শুভ। মানসিক উচাটন বাড়বে। বিনোদন, প্রেম এবং নতুন বিনিয়োগ শুভ নয়।

কর্কট রাশি
মূল্যবান কিছু হারানোর সম্ভাবনা আছে। নিজের প্রভাবকে বিস্তার করে চলুন। নতুন প্রাপ্তির দ্বারা সম্মান বৃদ্ধি পেতে পারে। হজমে সমস্যাজনিত কারণে ভুগতে পারেন।

সিংহ রাশি
সময় এখন আপনার সহযোগী। আর্থিক উন্নতির সম্ভাবনা আছে। কোন প্রকার বদনাম যেন না হয় সেই দিকে বিশেষ খেয়াল রাখুন। অন্যের পাওনা দ্রুত মিটিয়ে দেয়াই উত্তম।

কন্যা রাশি
অন্যদের সাথে সম্পর্ক মোটামুটি থাকবে তবে সম্পর্ক যেন খারাপ না হয়, সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। আয় কম হবে। যে কোন ক্ষেত্রে বিকল্প কিছু একটা ভেবে রাখুন।

তুলা রাশি
শারীরিক সমস্যা দেখা দিতে পারে। অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসার সম্ভাবনা আছে আর বিবাহিতদের জীবন সাথীর যত্ন নেয়া উচিৎ। দুর্ঘটনার যোগ আছে।

বৃশ্চিক রাশি
মান-সম্মান বৃদ্ধি পেতে পারে। অন্যকে দেখে শিখুন। কর্মস্থলে পরিবর্তন হতে পারে। প্রেম শুভ। চিন্তা করে খরচ করুন। নারীরা অন্য কোন নারীর দ্বারা ক্ষতিগ্রস্থ হতে পারেন।

ধনু রাশি
কান কথা পরিত্যাগ করুন। অপরিচিত কোন নাম্বার থেকে কল আসলে পরিচয় প্রেমে মন দেয়া যাবে না, কারণ এতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে।

মকর রাশি
হঠাৎ কোন চোট পেতে পারেন তাই চলাফেরা সাবধানে করুন। ব্যয় বেশি হতে পারে আবার একই সাথে ধন প্রাপ্তির যোগও আছে। প্রতিবেশীদের সাথে বিরোধ হতে পারে।

কুম্ভ রাশি
সতর্কতা বাড়িয়ে দিন। শারীরিক ও মানসিক কষ্ট বাড়তে পারে। কারো সাথে বিবাদে না যাওয়াই শ্রেয়। মায়ের শরীরের দিকে খেয়াল রাখুন। সামাজিক মর্যাদা বাড়তে পারে।

মীন রাশি
কোন প্রকার খরচ করার পূর্বে কমপক্ষে দু'বার ভেবে নিন। নতুন বিনিয়োগ ততটা শুভ নয়। কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে। প্রেমে মতভেদ হতে পারে। বাতজনিত রোগে ভুগতে পারেন।

লেখক: জ্যোতিষ ও বাস্তগবেষক

আজকের রাশিফল রাশিফল শ্রী রূপন ধর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর