Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজকের রাশিফল: ০৮ মে ২০২০


৮ মে ২০২০ ১০:০০ | আপডেট: ২৯ মে ২০২০ ১৮:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জ্যোতিষ শাস্ত্র অনুসারে দৈনিক রাশিফল জাতক/জাতিকার প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে। এটি জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধরণ, যার মাধ্যমে শুভ-অশুভ সময় নির্ণয় পূর্বক বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যকথন করা হয়ে থাকে। বৈদিক জ্যোতিষে সম্পূর্ণ জন্ম কুণ্ডলী ৩৬০ ডিগ্রীর হয়ে থাকে এবং প্রতিটি রাশি ৩০ ডিগ্রী করে থাকে।

১২টি রাশি- মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এদের নিজ নিজ অধিপতি গ্রহ রয়েছে। আবার প্রত্যেকটি গ্রহের ৩টি করে মোট ২৭টি নক্ষত্র রয়েছ, সেকারণে প্রত্যেকটি রাশির ফলাদেশ বা রাশিফল ভিন্ন হয়ে থাকে।

ভারতীয় বৈদিক জ্যোতিষ শাস্ত্রে প্রধানত ১২টি রাশি, ৯টি গ্রহ ও ২৭টি নক্ষত্র নিয়ে গণনা করা হয়ে থাকে, তবে এর বাইরেও আরো অনেক সূক্ষ্ম হিসেব রয়েছে। প্রত্যেকটি রাশি, গ্রহ ও নক্ষত্রের নিজ নিজ কিছু নির্দিষ্ট স্বভাব বা বৈশিষ্ট্য রয়েছে, তাই প্রতিদিন গ্রহ-নক্ষত্রের স্থিতি, গ্রহদের প্রাত্যহিক পরিবর্তন, কুণ্ডলীতে গোচর, দৃষ্টি  এবং অন্যান্য ব্রহ্মাণ্ডীয় গণনার মাধ্যমে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মানুষের স্বাস্থ্য, বৈবাহিক জীবন, প্রেম, ধনসম্পদ, পেশার মতো সমস্ত বিষয়েই ধারণা দেওয়ার উদ্দেশ্যে রাশিফল তৈরি করা হয়ে থাকে। যদিও এই রাশিফল খুবই সামান্য আধারে হয়ে থাকে, তথাপি উপকৃত হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে।

বিজ্ঞাপন

আজকের দিনে কোন বিষয়ে সাবধান থাকতে হবে, অধিক মনোযোগী থাকতে হবে বা কী আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে এবং আপনার সামনে কী বাধা আসতে পারে ইত্যাদি সেসব জানা যায়। এবার চলুন রাশি অনুসারে দেখে নেওয়া যাক আজকের দিনে আপনার গ্রহ-নক্ষত্রের অবস্থান কী বলছে-

মেষ রাশি: মধ্য বয়সীরা এমন কোন কাজ করবেন না যেন আইনানুগ ঝামেলা পোহাতে হয়। সম্পত্তি ক্রয়ের যোগ রয়েছে। দুঃচিন্তার কিছুটা অবসান হতে পারে আজ। মহিলারা স্বাস্থের প্রতি খেয়াল রাখুন।

বৃষ রাশি: জীবন সাথীকে বেশি বেশি ভালোবাসুন। পরিবারের প্রতি আরো দায়িত্বশীল হন। বয়স্ক মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার বা টিউমার হওয়ার সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।

মিথুন রাশি:  স্বীয় স্বার্থ সাধনে  ‘আয় বুঝে ব্যয় করুন’। হঠাৎ কোন সুখবর আপনাকে পুলকিত করতে পারে। কর্মক্ষেত্রের কিছু জরুরী কথা পরিবারের সঙ্গে শেয়ার করার উপযুক্ত সময় এখনি।

কর্কট রাশি: আচমকা অধিক ধন প্রাপ্তির যোগ রয়েছে। অন্যের ঝগড়া টেনে এনে নিজের ঝামেলা বাড়ানো মোটেই ঠিক হবে না। সন্তানদের প্রতি খেয়াল রাখুন। জ্ঞানের সঠিক ব্যবহার করুন।

সিংহ রাশি: নিজের মন মানসিকতার উন্নতি সাধনে মনোনিবেশ প্রয়োজন। যাদের বাতের সমস্যা রয়েছে তারা আরো সতর্ক হয়ে যান, কারণ সমস্যা বাড়ার সম্ভাবনা রয়েছে।

কন্যা রাশি: ফটকা জাতীয় কোন ব্যবসা বা সম্পত্তি ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন। যারা গার্মেন্টস ব্যবসা বা ফ্যাশন ওয়ার্ল্ডের সঙ্গে জড়িত আছেন তাঁদের জন্য সময় শুভ।

তুলা রাশি: বাড়িতে কোন মাঙ্গলিক কাজ হতে পারে। রাজনৈতিকদের উচিৎ হবে নিজের বাণীর প্রতি বিশেষ সতর্ক থাকা। নতুন কোন বন্ধু তৈরিতে সতর্কতা অবলম্বন করুন। মন প্রফুল্ল থাকবে।

বৃশ্চিক রাশি: ধর্মীয় কর্মকান্ডের প্রতি মন আকৃষ্ট হবে।  পিতা-মাতা’র স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখুন। রাজনৈতিক নেতাদের জন্য সময়টা কিছুটা দুঃচিন্তায় কাটবে। আয়ের তুলনায় ব্যয় বেশি হবে।

ধনু রাশি: বাড়ির ছোট বাচ্চাদের প্রতি বিশেষ খেয়াল রাখুন। বিবাহিতদের অনেকের ক্ষেত্রে স্বামী-স্ত্রী’র মধ্যে মতানৈক্য দেখা দিতে পারে। পরিবারের বাইরে অধিক বিনোদনে সময় কাটবে।

মকর রাশি: দুর্ঘটনার যোগ রয়েছে তাই চলাফেরায় সতর্কতা বাড়িয়ে দিন। চাকরিজীবীদের জন্য সময়টা চ্যালেঞ্জিং আর ব্যবসায়ীদের জন্যও সময়টা খুব একটা শুভ নয়। বিবাহ যোগ আছে।

কুম্ভ রাশি: দাম্পত্য সুখে ঘাটতি হতে পারে। দুঃচিন্তা কিছুটা বেড়ে যেতে পারে। নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। প্রেমিক -প্রেমিকারা দূরে কোথাও ঘুরতে গেলে সমস্যা হতে পারে। যাত্রা অশুভ।

মীন রাশি:  কারো কারো জীবনে নতুন প্রেমের সুযোগ আসতে পারে। আপনার মায়ের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। ব্যয় বৃদ্ধির যোগ রয়েছে। হিংসা ও ক্রোধকে নিয়ন্ত্রণে রাখুন। বিনোদন ও প্রেম শুভ।

আজকের রাশিফল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর