জ্যোতিষ শাস্ত্র অনুসারে দৈনিক রাশিফল জাতক/জাতিকার প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে। এটি জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধরণ, যার মাধ্যমে শুভ-অশুভ সময় নির্ণয় পূর্বক বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যকথন করা হয়ে থাকে। বৈদিক জ্যোতিষে সম্পূর্ণ জন্ম কুণ্ডলী ৩৬০ ডিগ্রীর হয়ে থাকে এবং প্রতিটি রাশি ৩০ ডিগ্রী করে থাকে।
১২টি রাশি- মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এদের নিজ নিজ অধিপতি গ্রহ রয়েছে। আবার প্রত্যেকটি গ্রহের ৩টি করে মোট ২৭টি নক্ষত্র রয়েছ, সেকারণে প্রত্যেকটি রাশির ফলাদেশ বা রাশিফল ভিন্ন হয়ে থাকে।
ভারতীয় বৈদিক জ্যোতিষ শাস্ত্রে প্রধানত ১২টি রাশি, ৯টি গ্রহ ও ২৭টি নক্ষত্র নিয়ে গণনা করা হয়ে থাকে, তবে এর বাইরেও আরো অনেক সূক্ষ্ম হিসেব রয়েছে। প্রত্যেকটি রাশি, গ্রহ ও নক্ষত্রের নিজ নিজ কিছু নির্দিষ্ট স্বভাব বা বৈশিষ্ট্য রয়েছে, তাই প্রতিদিন গ্রহ-নক্ষত্রের স্থিতি, গ্রহদের প্রাত্যহিক পরিবর্তন, কুণ্ডলীতে গোচর, দৃষ্টি এবং অন্যান্য ব্রহ্মাণ্ডীয় গণনার মাধ্যমে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মানুষের স্বাস্থ্য, বৈবাহিক জীবন, প্রেম, ধনসম্পদ, পেশার মতো সমস্ত বিষয়েই ধারণা দেওয়ার উদ্দেশ্যে রাশিফল তৈরি করা হয়ে থাকে। যদিও এই রাশিফল খুবই সামান্য আধারে হয়ে থাকে, তথাপি উপকৃত হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে।
আজকের দিনে কোন বিষয়ে সাবধান থাকতে হবে, অধিক মনোযোগী থাকতে হবে বা কী আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে এবং আপনার সামনে কী বাঁধা আসতে পারে ইত্যাদি জানা যায়। এবার চলুন রাশি অনুসারে দেখে নেওয়া যাক আজকের দিনে আপনার গ্রহ-নক্ষত্রের অবস্থান কী বলছে-
মেষ রাশি: প্রিয়জনের কাছ থেকে পাওয়া আঘাত মনের কষ্ট বাড়তে পারে। বাবা-মেয়ের সঙ্গে করা ব্যবহার নিয়ে মানসিক অশান্তি দেখা দিতে পারে। বাড়তি খরচের ব্যাপারে চিন্তা বাড়ার আশঙ্কা রয়েছে।
বৃষ রাশি: রাজনৈতিক কাজে সাফল্য পেতে পারেন। মনোবাসনা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আইনি কোন কাজের জন্য খরচ বৃদ্ধি পাবে। পুরুষদের নারীঘটিত অশান্তির আশঙ্কা রয়েছে। বাজে খরচ থেকে নিজেকে দূরে রাখুন।
মিথুন রাশি: কেউ আপনার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতে পারে আজ। আপনার কর্মক্ষেত্রে অনেক সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। বাড়িতে কোন সমস্যায় ছাদে গিয়ে একা একা হাঁটাহাঁটি করুন। উত্তরে যাত্রা সুখকর হবে।
কর্কট রাশি: ভালোবাসায় ইতিবাচক অনুভূতির স্বাদ নতুন এক অভিজ্ঞতা তৈরি করবে আপনাকে ঘিরে। এই রাশির লোকেদের আজকে সিগারেট বা নেশা জাতীয় কোন কিছু থেকে দূরে থাকা উচিৎ হবে। অর্থ প্রাপ্তি হতে পারে।
সিংহ রাশি: প্রতিবেশীর সঙ্গে বিরোধ এড়িয়ে চলুন। ইলেক্ট্রনিকস ও প্রিন্ট মিডিয়াতে যারা কাজ করছেন তাদেরকে কর্মক্ষেত্রে একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। কোন কিছু খোয়া যেতে পারে।
কন্যা রাশি: গর্ভবতী মায়েরা নিজের প্রতি বিশেষ যত্নশীল হন। বিশেষ কোন বড় আর্থিক লেনদেনে যাবেন না। নিজের ব্যক্তিগত এবং অতি গোপনীয় কোন তথ্য কাউকেই বলবেন না। আজকের দিনটা সত্যিই অনেক রোমান্টিক।
তুলা রাশি: অতীতে যদি আপনি কোন বিনিয়োগ করে থাকেন তবে সেখান থেকে আজ আপনি হয়তো কোন সুখবর পেতে পারেন। অসমাপ্ত কাজগুলোকে কিভাবে সুসমাপ্ত করবেন তার সঠিক পরিকল্পনা দরকার।
বৃশ্চিক রাশি: আপনার আবেগ হতে পারে আজ আপনার বড় শত্রু। হুজুগে কোন কাজ করা ঠিক হবে না। আজ আপনার চোখ কান খোলা রেখে কাজ করা দরকার। আজ আপনার স্ত্রী ও সন্তানের শরীর একটু খারাপ হতে পারে।
ধনু রাশি: আজকে আপনার অলস সময় কাটতে পারে। আপনার মনের মধ্যে ইতিবাচক চিন্তা আনুন। ডিফেন্সে কর্মরত ও চিত্রকারদের জন্য আজকের দিনটি আনন্দে কাটবে। পুরনো প্রেমে বিচ্ছেদ হতে পারে।
মকর রাশি: ব্যবসায়ীদের ক্ষেত্রে আজ কিছু পাওনা আদায় হতে পারে। আজ সন্ধ্যায় আপনার বাড়িতে আনন্দঘন পরিবেশ তৈরি হতে পারে। অতি আনন্দে কর্মক্ষেত্রে কোন সিদ্ধান্ত নিতে যাবেন না।
কুম্ভ রাশি: দৃঢ় প্রত্যয়ী হয়ে কাজে মনোনিবেশ বৃদ্ধি করতে হবে। আজ ভুলেও কাউকে অর্থ ঋণ দেওয়ার চেষ্টা করবেন না। নারীদের ক্ষেত্রে কোন আকর্ষণীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে। পূর্বে যাত্রা অশুভ।
মীন রাশি: সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সময় কাটানো মোটেই উচিৎ হবে না আজ। মেয়েদের ক্ষেত্রে নতুন প্রেমের প্রস্তাব আনন্দের কারণ হবে। বাণিজ্যিক উদ্দেশ্যে আকস্মিক যাত্রা ইতিবাচক ফল প্রদান করতে পারে।