Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজকের রাশিফল, ৬ নভেম্বর ২০২০


৬ নভেম্বর ২০২০ ১৩:১১ | আপডেট: ১০ নভেম্বর ২০২০ ১৯:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জ্যোতিষ শাস্ত্র অনুসারে দৈনিক রাশিফল জাতক-জাতিকার প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে। এটি জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধরন, যার মাধ্যমে শুভ-অশুভ সময় নির্ণয় পূর্বক বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যকথন করে। বৈদিক জ্যোতিষে সম্পূর্ণ জন্ম কুণ্ডলী ৩৬০ ডিগ্রির হয়ে থাকে এবং প্রতিটি রাশি ৩০ ডিগ্রি।

১২টি রাশি- মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন এর নিজ নিজ অধিপতি গ্রহ রয়েছে। আবার প্রতিটি গ্রহের ৩টি করে মোট ২৭টি নক্ষত্র রয়েছ। যে কারণে প্রতিটি রাশির ফলাদেশ বা রাশিফল ভিন্ন হয়ে থাকে।

ভারতীয় বৈদিক জ্যোতিষ শাস্ত্রে প্রধানত ১২ টি রাশি, ৯ টি গ্রহ ও ২৭ টি নক্ষত্র নিয়ে হিসেব কষা বা গণনা করা হয়ে থাকে। তবে এর বাইরেও আরও অনেক সূক্ষ্ম হিসেব রয়েছে। প্রতিটি রাশি, গ্রহ ও নক্ষত্রের নিজ নিজ কিছু নির্দিষ্ট স্বভাব বা বৈশিষ্ট্য রয়েছে, তাই প্রতিদিন গ্রহ-নক্ষত্রের স্থিতি, গ্রহের প্রাত্যহিক পরিবর্তন, কুণ্ডলিতে গোচর, দৃষ্টি এবং অন্যান্য ব্রহ্মাণ্ডীয় গণনার মাধ্যমে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মানুষের স্বাস্থ্য, বৈবাহিক জীবন, প্রেম, ধনসম্পদ, পেশার মতো সমস্ত বিষয়েই ধারণা দেওয়ার উদ্দেশ্যে রাশিফল তৈরি করা হয়ে থাকে। যদিও এই রাশিফল খুবই সামান্য আধারে হয়ে থাকে তবুও উপকৃত হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে।

বিজ্ঞাপন

আজকের দিনে কোন বিষয়ে সাবধান থাকতে হবে, অধিক মনোযোগী থাকতে হবে বা কী আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে এবং আপনার সামনে কী বাধা আসতে পারে ইত্যাদি জানতে পারবেন। এবার চলুন রাশি অনুসারে দেখে নেওয়া যাক আজকের দিনে আপনার গ্রহ-নক্ষত্রের অবস্থান কী বলছে—

মেষ রাশি
অংশীদারি প্রকল্পগুলো ইতিবাচক ফলের চেয়ে সমস্যা বেশি ঘটাতে পারে। কেউ আপনার সুযোগ নেওয়ায় আপনি বিশেষ করে নিজের উপরেই ক্ষুব্ধ হবেন। আপনার বিবাহিত জীবন অনেকটাই আনন্দহীন হয়ে পড়বে।

বৃষ রাশি
দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। বড় দলে নিজেকে নিযুক্ত করা অত্যন্ত আমোদপূর্ণ হবে কিন্তু খরচ ঊর্ধ্বমুখী থাকবে। তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ আপনার জীবনকে অনেকটা বিষিয়ে দিতে পারে, এবং আপনার প্রি়য়জনের মধ্যে বিরোধ তৈরি করতে পারে।

মিথুন রাশি
আজ টাকা রোজগারে আপনি আবার নতুন করে উদ্যমী হয়ে উঠবেন। আজ মনকে কোনো নেতিবাচক ক্রিয়ায় ব্যস্ত রাখবেন না। আপনাদের মধ্যে কেউ কেউ আজ সঙ্গ দোষে নেশা বা জুয়ায় আসক্ত হতে পারেন। একজন আত্মীয়, বন্ধু, বা প্রতিবেশী আজ আপনার বিবাহিত জীবনে উত্তেজনা আনতে পারে।

কর্কট রাশি
জটিল পরিস্থিতিতে ঘাবড়ে যাবেন না। খাবারের স্বাদের জন্য যেমন নুন দায়ী তেমনি একটু অশান্তি না থাকলে সুখের গুরুত্ব বোঝা যায় না। সামাজিক অনুষ্ঠানে অংশ নিন– এতে আপনার মন ভালো থাকবে। বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না।

সিংহ রাশি
সাংবাদিক ও সাহিত্যিকদের জন্য দিনটি ভালো যাবে না। সরকারি আমলাদের কাজে অপ্রত্যাশিত বাধা-বিপত্তি দেখা দিতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিরোধ এড়িয়ে চলুন। কোথাও থেকে দুঃসংবাদ পেতে পারেন আজ। জলপথে ভ্রমণ পরিহার করুন।

কন্যা রাশি
সতর্ক থাকুন, আপনার প্রেমী আজ আপনাকে অন্যায় তোষামোদ করতে পারে। পেশাদারিত্বের জন্য পদোন্নতি বা আর্থিক লাভ হতে পারে। আপনার সময় ও উদ্যম অন্যকে সাহায্য করতে উৎসর্গ করুন। প্রেমের সম্পর্কে ঐন্দ্রজালিক বাঁক আসবে, এ বিষয়ে সতর্ক থাকুন।

তুলা রাশি
রাজনৈতিক নেতাকর্মীদের কাজের ক্ষেত্রে বাধা-বিপত্তি দেখা দিতে পারে। বেকারদের চাকরি সংক্রান্ত পরীক্ষায় আশানুরূপ অগ্রগতি হতে পারে। প্রশাসনিক কর্মকর্তাদের কাজে ঝামেলা দেখা দিতে পারে। লেনদেনে অশুভ। দূরের যাত্রা অশুভ।

বৃশ্চিক রাশি
যে কোনো বুকিং বাতিল হতে পারে। আর্থিক ব্যাপারে একটু চাপ থাকতে পারে। ঋণ গ্রহণ নিয়ে সামান্য আলোচনা হতে পারে। যখন আপনার সঙ্গি সত্যিই অসাধারণ হয় তখন জীবন সত্যিই সম্মোহিত হয়ে যায় এবং আপনি আজ তা অনুভব করবেন।

ধনু রাশি
দিনটি খুব একটা ভালো যাবে না। শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ যেতে পারে। মানসিক অস্থিরতার কারণে কাজে বারবার ভুল হতে পারে। সাংসারিক বিষয়ে ভুল-বুঝাবুঝি দেখা দিতে পারে। ধর্মীয় কাজ বৃদ্ধি করুন। বাড়তি টাকা আয় করতে গিয়ে পুলিশের কোনো সমস্যা বাড়তে পারে। আর্থিক দিকে উন্নতি নিশ্চিত।

মকর রাশি
এমন একটি দিন আজ যেখানে অন্য ব্যক্তিদের উপদেশগুলো শোনা এবং তার উপর কাজ করা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। প্রেমের অনুভূতিগুলো আজ পরিশোধিত হবে। শিক্ষার্থীদের বিদেশে উচ্চ শিক্ষার জন্য যাওয়ার ক্ষেত্রে বাধা-বিপত্তি দেখা দিতে পারে। চাকরিজীবীদেরকে হয়তো একটু বেশি পরিশ্রম করতে হতে পারে। উপার্জন ভাগ্য মন্দ না হলেও অর্থ অপচয় হবে।

কুম্ভ রাশি
টাকা আয় হবে। ব্যবসাক্ষেত্রে বড় কোনো সমস্যার আশঙ্কা নেই আজ।  যানবাহনে চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। বৈদেশিক ব্যবসা-বাণিজ্যে কিছু বাধা-বিপত্তির আশঙ্কা রয়েছে।

মীন রাশি
ছোটদের জীবন থেকে আজ জলের মূল্যে জ্ঞান আহরণ করতে পারেন। দিনটি শুভাশুভ মিশ্রফলদায়ক। প্রেমের বিষয়ে কিছু বাধা-বিপত্তি দেখা দিতে পারে। শিল্পীদের কাজেকর্মে বাধা-বিপত্তির আশঙ্কা রয়েছে। মিথ্যা বদনামের আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর