Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজকের রাশিফল, ১৬ জানুয়ারি ২০২১


১৬ জানুয়ারি ২০২১ ০৮:০৯ | আপডেট: ২০ জানুয়ারি ২০২১ ২০:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জ্যোতিষ শাস্ত্র অনুসারে দৈনিক রাশিফল জাতক-জাতিকার প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে। এটি জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধরন, যার মাধ্যমে শুভ-অশুভ সময় নির্ণয় পূর্বক বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যকথন করে। বৈদিক জ্যোতিষে সম্পূর্ণ জন্ম কুণ্ডলী ৩৬০ ডিগ্রির হয়ে থাকে এবং প্রতিটি রাশি ৩০ ডিগ্রি।

১২টি রাশি- মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন এর নিজ নিজ অধিপতি গ্রহ রয়েছে। আবার প্রতিটি গ্রহের ৩টি করে মোট ২৭টি নক্ষত্র রয়েছ। যে কারণে প্রতিটি রাশির ফলাদেশ বা রাশিফল ভিন্ন হয়ে থাকে।

ভারতীয় বৈদিক জ্যোতিষ শাস্ত্রে প্রধানত ১২ টি রাশি, ৯ টি গ্রহ ও ২৭ টি নক্ষত্র নিয়ে হিসেব কষা বা গণনা করা হয়ে থাকে। তবে এর বাইরেও আরও অনেক সূক্ষ্ম হিসেব রয়েছে। প্রতিটি রাশি, গ্রহ ও নক্ষত্রের নিজ নিজ কিছু নির্দিষ্ট স্বভাব বা বৈশিষ্ট্য রয়েছে, তাই প্রতিদিন গ্রহ-নক্ষত্রের স্থিতি, গ্রহের প্রাত্যহিক পরিবর্তন, কুণ্ডলিতে গোচর, দৃষ্টি এবং অন্যান্য ব্রহ্মাণ্ডীয় গণনার মাধ্যমে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মানুষের স্বাস্থ্য, বৈবাহিক জীবন, প্রেম, ধনসম্পদ, পেশার মতো সমস্ত বিষয়েই ধারণা দেওয়ার উদ্দেশ্যে রাশিফল তৈরি করা হয়ে থাকে। যদিও এই রাশিফল খুবই সামান্য আধারে হয়ে থাকে তবুও উপকৃত হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে।

বিজ্ঞাপন

আজকের দিনে কোন বিষয়ে সাবধান থাকতে হবে, অধিক মনোযোগী থাকতে হবে বা কী আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে এবং আপনার সামনে কী বাধা আসতে পারে ইত্যাদি জানতে পারবেন। এবার চলুন রাশি অনুসারে দেখে নেওয়া যাক আজকের দিনে আপনার গ্রহ-নক্ষত্রের অবস্থান কী বলছে—

মেষ রাশি
আজ বন্ধুদের কথায় আপনার খুব ক্ষতি হয়ে যেতে পারে। রাস্তায় যানবাহনে চড়ার সময় সাবধান থাকুন। সহকারী দায়িত্বশীল কর্মচারীবৃন্দ আজ অনেক চিন্তায় থাকবেন। যুবকরা এমন কোনো কাজ করবেন না যেন আইনি ঝামেলা পোহাতে হয়। অলসতা বৃদ্ধি পেতে পারে। প্রেমে বিয়োগ। আজকের শুভ রঙ লাল, শুভ সংখ্যা ৯।

বৃষ রাশি
উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে দেখা হওয়ায় উপকার পাবেন। যাদের বাতের সমস্যা রয়েছে তারা আরও অধিক সতর্ক হয়ে যান, কারণ সমস্যাটি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য ক্ষেত্রে ছাত্রছাত্রীদের প্রেমে নতুন সিদ্ধান্ত গ্রহণ করা উচিত হবে না আজ। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার আশঙ্কা। সাধু সেবায় শান্তি পাবেন। আজ গুরুত্বপূর্ণ কাজে বিপত্তি আসতে পারে। দাম্পত্য জীবনে হঠাৎ অশান্তি। আজকের শুভ রঙ সবুজ, শুভ সংখ্যা ৭।

মিথুন রাশি
পিঠের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। খানা-পিনার প্রতি সতর্ক থাকুন। অন্যের ঝগড়া ডেকে এনে নিজের ঝামেলা বাড়ানো মোটেও ঠিক হবে না। সন্তানদের প্রতি খেয়াল রাখুন। আজকের শুভ রঙ কালো, শুভ সংখ্যা ৮।

কর্কট রাশি
হঠাৎ কোনো সুখবর আপনাকে আনন্দিত করতে পারে এবং জীবনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে। বিবাহযোগ্যদের ক্ষেত্রে পাত্রপাত্রী মিলতে পারে। পরকীয়া অশুভ। মামলা মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে রাখাই ভালো। সাংসারিক শান্তি বজায় থাকবে। আজকের শুভ রঙ গোলাপি, শুভ সংখ্যা ৯।

সিংহ রাশি
উদ্বেগ কেটে যেতে পারে। দাম্পত্য কলহের সৃষ্টি হতে পারে। অন্যের প্রতি আন্তরিকতা ও কমার্শিয়াল ভাবের মধ্যে সমন্বয় সাধন করুন, তাহলে দেখবেন অনেক কিছুই আপনার জন্য সহজ হয়ে যাবে। আজকের শুভ রঙ লাল, শুভ সংখ্যা ১।

কন্যা রাশি
নিজের মূল্যায়ন নিজে করতে শিখুন। রাজনৈতিকদের উচিত হবে নিজের বাণীর প্রতি বিশেষ সতর্ক থাকা এবং আজ উচ্চবাচ্য না করাই শ্রেয়। নতুন কোনো  বন্ধু তৈরিতে সতর্কতা অবলম্বন করুণ। মন প্রফুল্ল থাকবে। প্রেমের ক্ষেত্রে অসফল। আজকের শুভ রঙ সাদা, শুভ সংখ্যা ২।

তুলা রাশি
ফটকা জাতীয় কোনো ব্যবসা বা সম্পত্তি ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন। যারা গার্মেন্টস ব্যবসা বা ফ্যাশন ওয়ার্ল্ডে সঙ্গে জড়িত আছেন তাদের জন্য দিনটি শুভ। নিজের ভুলের ফলে নানা দিক থেকে অপব্যয় হতে পারে। আজকের শুভ রঙ সবুজ, শুভ সংখ্যা ৩।

বৃশ্চিক রাশি
দাম্পত্য সুখে ঘাটতি পড়তে পারে। সন্তানদের প্রতি খেয়াল রাখুন। চিন্তা কিছুটা বেড়ে যেতে পারে। নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। পড়াশোনার জন্য খরচ বাড়বে। আজকের শুভ রঙ বেগুনী, শুভ সংখ্যা ৪।

ধনু রাশি
নিজের নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদোন্নতি। আজ সকাল থেকে আর্থিক টানাটানি হতে পারে। চাকরিজীবীদের জন্য সময়টি চ্যালেঞ্জিং আর ব্যবসায়ীদের জন্যও সময়টি খুব একটা শুভ নয়। ভ্রমণের জন্য উৎসাহিত না হওয়াই ভালো। আজকের শুভ রঙ গোলাপি, শুভ সংখ্যা ৫।

মকর রাশি
স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকবে। স্বাস্থ্য ভালো যাবে না। আজ কোনো কিছু পাওয়ায় আনন্দ পাবেন। আজ অফিসে সুনাম বাড়বে। দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণের চেষ্টা থাকবে। আজকের শুভ রঙ সবুজ, শুভ সংখ্যা ৬।

কুম্ভ রাশি
আজ সন্তানের কোনো ভালো জিনিস আপনাকে অবাক করবে। বিনিয়োগী ব্যবসার ফল ভালো হবে। আজ খরচ কম হবে। রাজনৈতিক নেতাদের জন্য দিনটি কিছুটা চিন্তায় কাটবে। অতিরিক্ত রাগের ফলে সংসারে অশান্তির যোগ দেখা যাচ্ছে। আজকের শুভ রঙ বেগুনী, শুভ সংখ্যা ৭।

মীন রাশি
গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। আজ আপনার কাছে বিশেষ কোনো কাজের সুযোগ আসতে পারে। হিংসা পরিত্যাগ করুণ। বাড়ির
দায়িত্ব পালনের জন্য সুনাম বাড়তে পারে। আজকের শুভ রঙ নীল, শুভ সংখ্যা ৮।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর