Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজকের রাশিফল, ২৩ ফেব্রুয়ারি ২০২০


২৩ ফেব্রুয়ারি ২০২১ ০৮:২৮ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২১ ১৬:১৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জ্যোতিষ শাস্ত্র অনুসারে দৈনিক রাশিফল জাতক-জাতিকার প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে। এটি জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধরন, যার মাধ্যমে শুভ-অশুভ সময় নির্ণয় পূর্বক বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যকথন করে। বৈদিক জ্যোতিষে সম্পূর্ণ জন্ম কুণ্ডলী ৩৬০ ডিগ্রির হয়ে থাকে এবং প্রতিটি রাশি ৩০ ডিগ্রি।

১২টি রাশি- মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন এর নিজ নিজ অধিপতি গ্রহ রয়েছে। আবার প্রতিটি গ্রহের ৩টি করে মোট ২৭টি নক্ষত্র রয়েছ। যে কারণে প্রতিটি রাশির ফলাদেশ বা রাশিফল ভিন্ন হয়ে থাকে।

ভারতীয় বৈদিক জ্যোতিষ শাস্ত্রে প্রধানত ১২ টি রাশি, ৯ টি গ্রহ ও ২৭ টি নক্ষত্র নিয়ে হিসেব কষা বা গণনা করা হয়ে থাকে। তবে এর বাইরেও আরও অনেক সূক্ষ্ম হিসেব রয়েছে। প্রতিটি রাশি, গ্রহ ও নক্ষত্রের নিজ নিজ কিছু নির্দিষ্ট স্বভাব বা বৈশিষ্ট্য রয়েছে, তাই প্রতিদিন গ্রহ-নক্ষত্রের স্থিতি, গ্রহের প্রাত্যহিক পরিবর্তন, কুণ্ডলিতে গোচর, দৃষ্টি এবং অন্যান্য ব্রহ্মাণ্ডীয় গণনার মাধ্যমে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মানুষের স্বাস্থ্য, বৈবাহিক জীবন, প্রেম, ধনসম্পদ, পেশার মতো সমস্ত বিষয়েই ধারণা দেওয়ার উদ্দেশ্যে রাশিফল তৈরি করা হয়ে থাকে। যদিও এই রাশিফল খুবই সামান্য আধারে হয়ে থাকে তবুও উপকৃত হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে।

বিজ্ঞাপন

আজকের দিনে কোন বিষয়ে সাবধান থাকতে হবে, অধিক মনোযোগী থাকতে হবে বা কী আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে এবং আপনার সামনে কী বাধা আসতে পারে ইত্যাদি জানতে পারবেন। এবার চলুন রাশি অনুসারে দেখে নেওয়া যাক আজকের দিনে আপনার গ্রহ-নক্ষত্রের অবস্থান কী বলছে—

মেষ রাশি
অনেক কঠিন সময়ের পর, সুসময় আপনার জন্য অপেক্ষা করছে। সহ্য ক্ষমতা আপনাকে বাঁচাবে। অযথা কথা খুব কম বলবেন। অনেক কঠোর পরিশ্রম করে আসছেন আপনি, শুধু “হার্ড ওয়ার্ক”-এ কিছু হবে না, এখন থেকে “স্মার্ট ওয়ার্ক” করতে থাকুন। প্রেমে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা হতে
পারে। আজকের শুভ রঙ লাল, শুভ সংখ্যা ৫।

বৃষ রাশি
হঠাৎ কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। সন্তানদের কাজের জন্য সাহায্য করতে হতে পারে। ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করা ঠিক হবে না। বন্ধু সমাগমে মনে উৎফুল্লতা বাড়বে। চেষ্টা করুণ মনোবল শক্ত রাখার জন্য কারণ মন ভালো না থাকেলে কোনো কাজে আগানো কষ্টকর, অনেকটা স্বপ্নের দৌড়ের মত। শরীরে কোনো ব্যথা অনুভব হলে ডাক্তারের উপদেশ নিন।
আজকের শুভ রঙ সবুজ, শুভ সংখ্যা ৬।

মিথুন রাশি
দূরের কোনো বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে। আজ সারা দিন অতীতের কোনো ভয় আপনাকে মানসিকভাবে অস্বস্তিতে রাখবে। আজ দুঃস্থ কারো পাশে দাঁড়াতে হতে পারে আপনাকে। শারীরিক অসুস্থতা থাকতে পারে। আজকের শুভ রঙ ছাই, শুভ সংখ্যা ৭।

কর্কট রাশি
অনেকদিন ধরে কোনো রোগে ভুগছেন এমন জাতক/জাতিকারা আজ থেকে সুস্থতা অনুভব করতে পারেন। গুণী ব্যক্তির সাথে ধর্ম নিয়ে আলোচনা আপনাকে আরও সমৃদ্ধ করবে। আর্থিক টানাপড়েনের জন্য সংসারে অশান্তি দেখা দিতে পারে। আজ নতুন কোনো কাজের তথ্য আপনাকে উৎসাহিত করতে পারে। আজকের শুভ রঙ নীল, শুভ সংখ্যা ৮।

সিংহ রাশি
বিনামূল্যে কারো কাছ থেকে কিছু নেওয়া উচিত নয়। জরুরি মুহূর্তে কাউকে উপকার করা আপনার জন্য উপকারী। প্রবাসীদের জন্য দিনটি তুলনামূলকভাবে ভালোই কাটবে। আমদানি রফতানি ব্যবসার সাথে যারা জড়িত তাদের জন্য সুখবর অপেক্ষা করছে। আজকের শুভ রঙ লাল, শুভ সংখ্যা ৯।

কন্যা রাশি
নিয়মিত মেডিটেশন এবং কাজে স্বচ্ছতা আপনার জন্য উপকারী হবে। দামী কিছু ক্রয় না করাই উত্তম হবে আপনার জন্য। কাউকে ধোঁকা দেওয়া বা ভুল পরামর্শ দেওয়া আপনাকে লোকসানের দিকে নিয়ে যেতে পারে। মাথা খুব ঠাণ্ডা রেখে চলতে হবে, পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা আছে। আজকের শুভ রঙ খয়েরী, শুভ সংখ্যা ১।

তুলা রাশি
যে কোনো প্রকার নেশা আপনার জন্য হানিকারক হতে পারে। বাড়িতে একুরিয়াম রাখা নিষেধ। ব্যবসায় পরিবর্তন আসতে পারে। সামাজিক কাজে আনন্দ
পাবেন। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও সন্ধ্যার পর থেকে অশুভ। আজকের শুভ রঙ সাদা, শুভ সংখ্যা ২।

বৃশ্চিক রাশি
আপনার মা আপনাকে যে আদেশ উপদেশ দিবেন তা পালনে আপনার উন্নতি হবে। বেসরকারি চাকরিজীবীদের জন্য দিনটি কিঞ্চিৎ টেনশনে কাটতে পারে। প্রবাসী ছাত্রছাত্রীদের জন্য সময়টি শুভ। কাজে অনীহা আসতে পারে। মধ্যবয়সী নারীদের জন্য দিনটি আনন্দদায়ক হবে। আজকের শুভ রঙ সবুজ, শুভ সংখ্যা ৩।

ধনু রাশি
কোনো পরিস্থিতিতেই আপনার ধার্মিক মনমানসিকতা ত্যাগ করা উচিত নয়। ধর্ম-কর্মের উদ্দেশ্যে ধর্মীয় স্থানে নিয়মিত যাতায়াত আপনাকে শুভ ফল প্রদান করবে। সত্য কাজ করা ও কারোর সম্পর্কে খারাপ কিছু চিন্তা না করা আপনাকে লাভবান করবে। আজকের শুভ রঙ বেগুনী, শুভ সংখ্যা ৪।

মকর রাশি
সবসময় নিজেকে সংযমের মধ্যে রাখা ভালো। রাগ করা, কাউকে খারাপ শব্দ বলা, আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। প্রবাসে চাকরিরতদের জন্য দিনটি খুবই আনন্দে কাটবে। সাবধানে গাড়ি চালান। সন্তানদের সাথে সম্পর্ক ভালো রাখুন। প্রেম ও যাত্রা শুভ। আজকের শুভ রঙ হালকা গোলাপি, শুভ সংখ্যা ৫।

কুম্ভ রাশি
চিকিৎসার কাজে সারাদিন অস্থিরতা থাকবে। সন্তানের বায়না পূরণ হবে। আজ কোনো ভালো খবর পেতে পারেন। কালচক্র অনুসারে অতীতকে গত হতে দিয়ে ভবিষ্যতের চিন্তা বাদ দিয়ে, বর্তমানকে আলিঙ্গন করতে শিখুন; কারণ জীবন অতীতেও নেই, ভবিষ্যতেও নেই, এই মুহূর্তের নামই জীবন। তৃতীয় ব্যক্তির জন্য সংসার থেকে দূরত্ব বাড়তে পারে। আজকের শুভ রঙ সাদা, শুভ সংখ্যা ৬।

মীন রাশি
প্রতিবেশীর সঙ্গে শত্রুতার আশঙ্কা। ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশা জুটবে। নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন, উন্নতির যোগ। হঠাৎ করে রেগে যাওয়ায় অনেক প্রাপ্তি থেকে বঞ্চিত হতে হয় আপনাকে। মনে রাখবেন “রেগে গেলেন তো হেরে গেলেন”। ডাক্তারের পরামর্শ নিয়ে রক্তটা একবার টেস্ট করিয়ে নিন। আজকের শুভ রঙ হালকা সবুজ, শুভ সংখ্যা ৭।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর