Wednesday 10 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানি কড়াই বিফ

আনিসা আক্তার নুপুর
৩ জুন ২০২৫ ১৬:৩৯ | আপডেট: ৩ জুন ২০২৫ ১৭:০২

উপকরণ _

বিফ – ১ কেজি,
পেঁয়াজ বাটা – ২ টেবিলচামচ,
টকদই – ২ টেবিল চামচ,
আদা রসুন বাটা – ৩ টেবিল চামচ,
ধনিয়া বাটা – হাফ চা চামচ,
জিরা বাটা – ১ চা চামচ,
পেঁয়াজ বেরেস্তা – ৩ টেবিল চামচ,
মরিচ বাটা – ২ চা চামচ,
হলুদ বাটা – ২ চা -চামচ,
বড় এলাচ – ১টি,
দারুচিনি এলাচ লবঙ্গ – ৬/৭টি,
তেজপাতা – ২টি,
টমেটো সস – ২ চা চামচ,
চিনি – সামান্য,
তেল – হাফ কাপ,
কাঁচা মরিচ – ৫/৬টি,
পানি – প্রয়োজনমতো

পাকিস্তানি কড়াই বিফ

পাকিস্তানি কড়াই বিফ

প্রণালি _

হাড়সহ গরুর মাংসের পরিষ্কার করে পানি ঝরিয়ে নিতে হবে।
তারপর কড়াইয়ে তেল গরম করে আস্ত গরম মসলা দিয়ে বাটা সব মসলাগুলো দিয়ে কষিয়ে নিতে হবে।
তারপর লবন ও টকদই ফেটিয়ে দিয়ে কষাতে হবে,
গরুর মাংস দিয়ে নেড়েচেড়ে মিক্স করে ঢেকে রান্না করতে হবে।
মাংস কষানো হলে পানি দিয়ে ঢেকে রান্না করতে হবে সিদ্ধ হওয়া পর্যন্ত।
মাংস সিদ্ধ হলে পানি শুকিয়ে এলে সস দিয়ে নেড়েচেড়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে কিছুক্ষণ রেখে চিনি দিয়ে নামিয়ে পরিবেশন করুন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজেড/এএসজি