Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রসনার রাজা: অতিথি আপ্যায়নের এক বিশেষ চমক

ইসরাত জাহান
৫ জুলাই ২০২৫ ১৭:৩৯ | আপডেট: ৫ জুলাই ২০২৫ ১৭:৪০

এই রেসিপিটি শুধু রান্না নয় — এটি একটি অনুভুতির কথা। বহু বছর আগে এক ঈদের সকালে, যখন মা সকালে ঘুম থেকে উঠেই কড়াইতে তেল ঢেলে রসুন-মরিচ ফোড়ন দিতে শুরু করতেন, তখন ঘ্রাণেই বোঝা যেত— আজ হবে বিশেষ কিছু।

ছোটবেলায় মাংস রান্নার সময় যে গন্ধ ঘর ভরিয়ে দিত, সেই স্মৃতি থেকেই একদিন ইচ্ছা হলো সেই মসলা-কাহিনিকে আবার জীবন্ত করতে। কিন্তু এবার নিজস্ব ছোঁয়ায়। শুকনা মরিচ গরম পানিতে সিদ্ধ করে ব্লেন্ড করা, রসুন-আদার তাজা মিশ্রণ, আর শেষে টমেটোর পিউরি দিয়ে রঙ আর স্বাদের গাঢ়তা — সব মিলিয়ে তৈরি হলো এক অসাধারণ পদ। রান্নাঘরের চেনা গন্ধের ভেতরেও কিছু কিছু পদ থাকে, যা রান্না হলে সারা বাড়িতে ছড়িয়ে পড়ে এক রাজকীয় আমেজ। তেমনই একটি রান্না হলো — ‘রসনার রাজা গরুর মাংস’। এই বিশেষ পদে রয়েছে পরিমিত মশলার সঠিক ব্যবহার, ধাপে ধাপে কষানো কৌশল।

বিজ্ঞাপন

সাধারণ গরুর মাংসের রান্না হলেও এই রেসিপির গোপন চাবিকাঠি হলো — শুকনা মরিচ, রসুন, আদা ও টমেটোর দারুণভাবে প্রস্তুত করা দুই ধাপের মিশ্রণ। এতে যে রঙ, ঘন ঝোল আর জিভে লেগে থাকা স্বাদ তৈরি হয়, তা একবার খেলে ভুলে যাওয়া যায় না।

এটি শুধু একটি রান্না নয়, বরং অতিথি আপ্যায়নের এক বিশেষ চমক। চলুন জেনে নিই কিভাবে বানানো যায় এই রাজকীয় স্বাদের স্পেশাল গরুর মাংস — ‘রসনার রাজা’।

উপকরণ _

গরুর মাংস – ১ কেজি
রসুন কোয়া – ১৫-২০টি
শুকনা মরিচ – ৮-১০টি
আদা কুচি – ১/৩ কাপ
টমেটো – ২টি (কুচি করে, ব্লেন্ড করে পিউরি)
জায়ফল গুঁড়া – আধা চা চামচ
ভাজা জিরা গুঁড়া – ১ চা চামচ
আস্ত জিরা – ১ চা চামচ
কালিজিরা – ১ চা চামচ
আস্ত গরম মসলা – এলাচি, দারচিনি, তেজপাতা, লবঙ্গ
পেঁয়াজ কুচি – ১ কাপ
লবণ – স্বাদমতো
চিনি – ১ চা চামচ
তেল – পরিমাণমতো (কমপক্ষে ১/২ কাপ)

এতে যে রঙ, ঘন ঝোল আর জিভে লেগে থাকা স্বাদ তৈরি হয়, তা একবার খেলে ভুলে যাওয়া যায় না

এতে যে রঙ, ঘন ঝোল আর জিভে লেগে থাকা স্বাদ তৈরি হয়, তা একবার খেলে ভুলে যাওয়া যায় না

প্রস্তুত প্রণালী _

• প্রথমে শুকনা মরিচ গরম পানিতে ৫-১০ মিনিট ভিজিয়ে সিদ্ধ করে নিন। এরপর এর সঙ্গে রসুন ও আদা কুচি একসাথে ব্লেন্ড করে মসলা তৈরি করুন।

• দুটি টমেটোর মধ্যে একটি কুচি করে রাখুন, অন্যটি ব্লেন্ড করে টমেটো পিউরি তৈরি করুন।

• কড়াইতে তেল গরম করে কালিজিরা ও আস্ত জিরা ফোড়ন দিনএরপর পেঁয়াজ কুচি দিয়ে হালকা লালচে হওয়া পর্যন্ত ভাজুন।

• এবার গরুর মাংস দিয়ে ১০ মিনিট কষান, যতক্ষণ না মাংসের রং পরিবর্তন হয়ে আসে।

• তারপর ব্লেন্ড করে রাখা মসলা (রসুন-আদা-মরিচ) দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিন।

• ঢেকে দিন এবং মাঝে মাঝে নাড়িয়ে কষাতে থাকুন। প্রয়োজন হলে অল্প পানি দিন।যখন মাংস ৮০% সিদ্ধ হয়ে যাবে, তখন ব্লেন্ড করে রাখা টমেটো পিউরি দিয়ে দিন।

• আরও কিছুক্ষণ রান্না করুন যতক্ষণ না তেল উপরে উঠে আসে ও মাংস পুরোপুরি সেদ্ধ হয়।

• ভেজে রাখা মসলা যেমন জায়ফল, ভাজা জিরা গুঁড়া, লবণ ও চিনি দিয়ে দিন।

পরিবেশন টিপস _

এই স্পেশাল গরুর মাংস পরিবেশন করুন সাদা ভাত, নান, পরোটা কিংবা খিচুড়ির সঙ্গে।

সারাবাংলা/এএসজি

ইসরাত জাহান রসনার রাজা গরুর মাংস