প্রকৃতিতে চলছে বর্ষাকাল। আজ ২৩শে আষাঢ়। আর বর্ষাকাল মানেই বৃষ্টির মৌসুম। এই বৃস্টি এই রোদ বা এই ঝড়। সব মিলিয়ে একটা স্যাঁতস্যাতে পরিবেশ, গুমোট আবহাওয়া। কখনো কখনো কয়েকদিন ধরে একটানা ঝরতে থাকে অঝোর ধারায় বৃষ্টি। তাই এই সময়ে নিজের প্রিয় ঘরের যত্ন নেওয়া বেশ জরুরি হয়ে পরে।
আসুন জেনে নেই বর্ষায় নিজের প্রিয় ঘরকে নিরাপদ ও সুরক্ষিত রাখার কিছু উপায় …
বিদ্যুৎ সরঞ্জাম _
বর্ষাকাল মানেই বৃস্টি, তাই বৃস্টি হলেই বাড়ে বজ্রপাতের শঙ্কা। এর ফলে বিদ্যুতের যন্ত্রপাতিগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে। তাই বৃস্টি হলেই বৈদ্যুতিক যন্ত্রপাতি, যেমন টিভি, কম্পিউটার এবং ওয়াশিং মেশিনের প্লাগ খুলে রাখুন। এ কাজটি আপনার ঘর ও জীবন নিরাপদ রাখবে।
জানালা ও দরজা বন্ধ _
বৃষ্টি শুরু হলে সব জানালা ও দরজা বন্ধ করুন। বিশেষ করে শোবার ঘরের জানালাগুলোকে পর্যবেক্ষণ করুন, কারণ সেখান থেকে পানি ঢুকে বিছানা নষ্ট করে দিতে পারে।
পোকামাকড়ের উপদ্রব এড়াতে করণীয় _
বর্ষা পোকামাকড়ের উপদ্রব বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তাই এই সময় আপনার বাড়ির নর্দমাগুলোর দিকে বিশেষ নজর দিন। কোনওভাবে যাতে সেই সমস্ত জায়গা দিয়ে পোকামাকড় বাড়িতে ঢুকতে না পেরে, সে বিষয়ে নিশ্চিত হন।
ভেজা ছাতা, রেইনকোর্ট, জুতা রাখার নির্দিষ্ট স্থান _
ভেজা ছাতা, ভেজা জুতা কোথায় রাখা হবে, তা নিয়ে সমস্যায় পড়েন বহু গৃহস্থ। সেই সমস্যা যাতে না হয় তাই এখনই বাড়ির বাইরে একটি তাকের বন্দোবস্ত করুন। তাতেই সাজিয়ে রাখুন ভিজে জুতা। আর দেওয়ালে একটি পিনের বন্দোবস্ত করতে পারেন। সেখানে ভিজা ছাতা ঝুলিয়ে দিন। পানি ঝরে যাওয়ার পর বাড়ির ভিতরে ঢুকিয়ে নিন।
পানি নিষ্কাশন ব্যবস্থা _
নিষ্কাশন ব্যবস্থার প্রবাহ বন্ধ থাকলে বৃষ্টির পানি দ্রুত জমতে পারে। তাই খেয়াল রাখুন, পানি নিষ্কাশনের জন্য যে নল বা পাইপগুলো আছে, সেগুলো পরিষ্কার এবং ব্লকিং মুক্ত আছে কিনা।
ফ্লোরের পরিচ্ছন্নতা _
বৃষ্টির কারণে মেঝে পিচ্ছিল হয়ে যায়। তাই বিশেষ করে বাড়িতে ছোট বাচ্চা বা প্রবীণ সদস্য থাকলে তাদের নিরাপত্তার দিকে বেশি নজর দিন। পিচ্ছিল জায়গা দ্রুত মুছে ফেলুন।
ফায়ার এলার্ম _
বৃষ্টির কারণে বৈদ্যুতিক সমস্যা সৃষ্টি হলে ফায়ার এলার্ম সঠিকভাবে কাজ করছে কিনা তা পরীক্ষা করে নিন। নিয়মিতভাবে এটি পরীক্ষা করা উচিত।
জরুরি কিট _
বৃষ্টির দিনে বিপজ্জনক পরিস্থিতির জন্য একটি জরুরি কিট প্রস্তুত রাখুন। এতে ব্যান্ডেজ, অ্যান্টিসেপটিক, গ্লুকোজ এবং প্রয়োজনীয় ওষুধ রাখতে হবে।
খাবারের সংরক্ষণ _
পানি জমলে খাদ্যপণ্যের স্বাস্থ্যঝুঁকি বাড়ে। তাই খাদ্যদ্রব্য সঠিকভাবে সংরক্ষণ করুন এবং দরজায় বা জানালার পাশে খাবারের প্যাকেট না রাখার চেষ্টা করুন। বৃষ্টির দিনে খাদ্যদ্রব্যের সংরক্ষণ নিয়ে সতর্ক থাকুন, বিশেষ করে কাঁচা পণ্যগুলোর ক্ষেত্রে।
নিরাপত্তা _
নিজের নিরাপত্তার ব্যাপারে সতর্ক থাকুন। একা বের হওয়ার প্রয়োজন হলে নিরাপদ পন্থা অবলম্বন করুন । বিশেষ করে বৃষ্টির দিনে বাইরে বের হওয়ার আগে আবহাওয়ার পূর্বাভাস দেখুন।
পাপোষের যত্ন _
বাড়িতে পাপোষ ব্যবহার করেন প্রায় সকলেই। বর্ষাকালে পাপোষের যত্ন নেওয়া আবশ্যক। নইলে পরিষ্কার থাকার পরিবর্তে বাড়ি অপরিষ্কারই হবে বেশি। তাই শাকাতে দেরি হবে এমন পাপোষ বৃষ্টির মৌসুমে ভুলে ব্যবহার করবেন না। পরিবর্তে সেগুলো প্লাস্টিকে মুড়ে তুলে রাখুন। কার্পেটের ক্ষেত্রেও একই নিয়ম মেনে চলুন। নইলে বাড়িতে পোকামাকড়ের উপদ্রব হওয়াই স্বাভাবিক।