Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বর্ষায় শখের জুতার যত্নআত্তি

নাজনীন লাকী
১২ জুলাই ২০২৫ ১৫:৪০ | আপডেট: ১২ জুলাই ২০২৫ ১৫:৪২

রাজধানীর মিরপুরের বাসিন্দা ইসরাত জাহান, কাজ করেন বেসরকারি একটি প্রাইভেট ফার্মে। ব্যক্তিগত ভাবে তিনি পছন্দ করেন জুতা সংগ্রহ করতে। অফিসের দিনগুলোতে নানান ধরণের জুতা পরে যেতে তিনি ভালোবাসেন। তাই সময় আর সুযোগ হলেই তিনি নতুন জুতা কেনেন। তার সংগ্রহে ফ্লাট, হিল, সেমী হিল বা বোস্টনহিলসহ রয়েছে অসংখ্য ধরণের জুতার সমারোহ। একেকদিন কিন্তু এই বৃষ্টির দিনে তিনি খুব শঙ্কায় থাকেন, কারণ এই বর্ষাকালে তার জুতাগুলোর বেশিভাগ নষ্ট হয়ে যায়। ইসরাত জাহানের মতো অনেকেই আছেন যারা নতুন জুতা সংগ্রহে রাখতে পছন্দ করেন। কিন্তু বর্ষাকালে জুতা নষ্ট হওয়া নিয়ে চিন্তাতে থাকেন।

বিজ্ঞাপন

কারণ বর্ষাকাল মানেই দিনের যেকোনো সময় বৃষ্টি আর রাস্তায় জমাট বাঁধা কাদা-পানি। তবে যতই বৃষ্টি হোক না কেন, কর্মস্থল ও শিক্ষা প্রতিষ্ঠানে যেতে বা যেকোন প্রয়োজনে বের তো হতেই হয়। অনেকসময় বৃষ্টির কবলে পড়ে নষ্ট হয়ে যায় শখের জুতা জোড়া। তাই এই বর্ষা মৌসুমে জুতা নির্বাচনের ক্ষেত্রে একটু বিশেষ খেয়াল রাখতে হয়।

আজ এই রিপোর্টে জানবো বর্ষাকালে যুৎসই জুতা বাছাই, জুতার যত্নে করণীয় নিয়ে …

বর্ষা মৌসুমে জুতা নির্বাচনে বেশকিছু বিষয় খেয়াল রাখতে হয়। যেমন-

বৃষ্টি হলে চেষ্টা করুন চামড়ার জুতা না পরে বাইরে বের হতে। বর্ষার জন্য আলাদা রাবারের বা ওয়াটারপ্রুফ জুতা ব্যবহার করাই ভালো।

জুতা যদি ভিজেই যায় তাহলে যত দ্রুত সম্ভব শুকিয়ে নিতে হবে। তবে কখনোই সরাসরি রোদে শুকাবেন না। এতে চামড়া শক্ত ও ফেটে যেতে পারে। বরং বাতাস চলাচল করে এমন জায়গায় রাখুন এবং ভেতরে পুরনো খবরের কাগজ পুরে দিন, যাতে আর্দ্রতা শোষণ করে এবং জুতার আকৃতি ঠিক থাকে।

জুতার ওপর মাটি বা কাদা জমে থাকলে তা নরম কাপড় দিয়ে মুছে ফেলুন। প্রয়োজনে সামান্য ভেজা কাপড় ব্যবহার করুন। তবে ব্যবহার শেষে ভালোভাবে শুকিয়ে নিতে ভুলবেন না।

বর্ষার আগে ও মাঝেমাঝে চামড়ার জুতায় ওয়াটারপ্রুফিং স্প্রে বা লেদার কন্ডিশনার ব্যবহার করুন। এতে জুতার ওপর একটি সুরক্ষা স্তর তৈরি হয়, যা পানির প্রভাব কমায় এবং জুতাকে নমনীয় রাখে। দীর্ঘ সময় চামড়ার জুতো না পরলে তা ভালোভাবে মোড়ানো অবস্থায় স্যাঁতসেঁতে মুক্ত জায়গায় রাখুন।

বর্তমানে অনলাইন জুতা শুকানোর যন্ত্র পাওয়া যায়। বৃস্টি থেকে নিজের জুতা ভালো রাখতে এই ধরণের যন্ত্রগুলো বেবহার করতে পারেন।

জুতা দুর্গন্ধমুক্ত রাখার উপায় _

মোজা পরার আগে অ্যান্টি-ব্যাকটেরিয়াল পাউডার লাগিয়ে নিন পায়ে। জুতার মধ্যে সামান্য বেকিং সোডা ছিটিয়ে দিন। পরদিন ভেতরের অংশ মুছে পরিষ্কার করে জুতা পরুন। দুর্গন্ধ থাকবে না। তবে চামড়ার জুতায় বারবার বেকিং সোডা ব্যবহার করবেন না। এছাড়া পুরনো মোজায় ২ টেবিল চামচ বেকিং সোডা নিয়ে গিঁট বেঁধে জুতায় রেখে দিতে পারেন। পরদিন মোজা সরিয়ে জুতা পরুন।

জুতা ভিজে গেলে সুযোগ থাকলে দ্রুত পরিষ্কার করে ধুয়ে নেওয়াই ভালো। পানিতে সাদা ভিনেগার মিশিয়ে কাপড়ের জুতা কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এরপর পরিষ্কার করুন। দুর্গন্ধ থাকবে না।

জুতার দুর্গন্ধ দূর করতে লবণ ছিটিয়ে রাখুন সারারাত। পরদিন শুকনা কাপড় দিয়ে ভালো করে মুছে নিন। এছাড়া একটি কাপড়ের মধ্যে লবণ নিয়ে সে কাপড়ের মুখ বেঁধে জুতার ভেতর রেখে দিলেও দূর হবে দুর্গন্ধ।।

শুকনা টি ব্যাগ সারারাত রেখে দিন জুতা মধ্যে। পরদিন দেখুন দুর্গন্ধ বেমালুম গায়েব!

দীর্ঘ সময় জুতা বা মোজা পরে না থেকে মাঝেমধ্যে জুতা খুলে পায়ের পাতায় বাতাস লাগালে দুর্গন্ধ হওয়ার শঙ্কা কমবে।

এক টুকরো কাপড় বা তুলা লবঙ্গ তেলে ভিজিয়ে জুতার মধ্যে রেখে দিন সারারাত। জুতার দুর্গন্ধ দূর হবে। কয়েকটি লবঙ্গ ফেলে রাখলেও উপকার পাবেন।

এছাড়া কমলার খোসা রেখে দিন জুতার ভেতর। দূর হবে অস্বস্তিকর গন্ধ।

বেকিং সোডা নিন ১/৪ কাপ। এর সঙ্গে ৮ কাপ কুসুম গরম পানি মেশান। একটি লেবুর রস পুরোটা দিয়ে দিন এতে। দ্রবণে পা ভিজিয়ে রাখুন ২০ মিনিট। সপ্তাহে কয়েকবার এভাবে পা পরিষ্কার করুন। পায়ে ও জুতায় গন্ধ থাকবে না।

এক জোড়া জুতা প্রতিদিন না পরে জুতা বদল করে পরুন। সবসময় পরিষ্কার মোজা পরবেন।

রোজ বাড়িতে ফিরে সামান্য উষ্ণ পানিতে লবণ মিশিয়ে অন্তত পনেরো মিনিট পা ডুবিয়ে রাখুন। এতে পায়ে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না।

এসব করার পাশাপাশি চাইলে, বাজারে পায়ের দুর্গন্ধ এড়ানোর সুগন্ধি পাওয়া যায়। সেসব ব্যবহার করা যেতে পারে।

নিত্যদিনের যত্ন বাড়ানো _

সাধারণ ‘শু কন্ডিশনার’ দিয়ে পলিশ না করিয়ে বর্ষার শুরুতেই চামড়ার জুতা ‘শু ওয়াক্সিং’ করিয়ে নেওয়া ভালো। এতে জুতা অনেকটাই সুরক্ষিত থাকবে। ওয়াটারপ্রুফ স্প্রেও নিয়মিত ব্যবহার করা ভালো। তবে স্প্রে প্রয়োগে জুতার রং নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তাই স্প্রে কেনার সময়ই ভালোভাবে যাচাই-বাছাই করে নিতে হবে।

বিকল্প চিন্তা করা _

দামি জুতাগুলো ঝড়বাদল আর ঝুম বৃষ্টির সময় পরার পরিকল্পনা না করাই উচিত। বৃষ্টি বা কাদা-পানিতে নষ্ট হতে পারে-এমন জুতার বদলে স্টাইলিশ অন্য কোনো ওয়াটারপ্রুফ জুতা ব্যবহারই বুদ্ধিমানের পরিচয় হবে। আর তুলে রাখার সময়ও অবশ্যই জুতাজোড়াকে কাপড়ের ব্যাগে রাখতে হবে অথবা খবরের কাগজ দিয়ে মুড়িয়ে বাক্সে এমনভাবে রাখতে হবে, যাতে দীর্ঘদিন এতে আর্দ্রতা জমে ছাতা বা মোল্ড না পড়ে।

পরিশেষে _

জুতা একজন মানুষের ব্যাক্তিত্তের এক অন্যরকম চিত্র ফুটিয়ে তোলে। তাই জুতার দিকে বিশেষ নজর দেয়া উচিত। আর আবহাওয়ার কথা মাথায় রেখে বিকল্প কিছু রেডি করে রাখা। আর এইসব বিষয়ে খেয়াল রেখে একটু সময় আর পরিকল্পনা করে চললে যত্নে থাকবে এমন পছন্দের জুতা।

সারাবাংলা/এনএল/এএসজি

বর্ষায় জুতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর