Friday 24 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বর্ষাকাল মানেই কি ঘরবন্দি? বিশেষ সতর্কতায় ভ্রমণ হোক আনন্দময়

সানজিদা যুথি সিনিয়র নিউজরুম এডিটর
১৯ জুলাই ২০২৫ ১৪:০২

বর্ষাকাল মানেই ঝিরিঝিরি বৃষ্টি, কাদামাটি আর ভেজা বাতাস—আর সেই সঙ্গে ভ্রমণপিপাসুদের জন্য কিছুটা হতাশার কারণও বটে। অনেকেই ভাবেন এই সময়ে বাইরে ঘোরাঘুরি মানেই ভোগান্তি। তবে সত্যি কি তাই? সঠিক পরিকল্পনা আর কিছু জরুরি সতর্কতা অবলম্বন করলে এই বর্ষাকালই হতে পারে আপনার ভ্রমণকে আরও রঙিন ও রোমাঞ্চকর!

কেন বর্ষাকালে ভ্রমণ ভালো?

বর্ষাকালে প্রকৃতি থাকে একেবারে সবুজের চাদরে মোড়ানো। পাহাড়, ঝর্ণা, নদী, লেক—সবই হয়ে ওঠে প্রাণবন্ত। তুলনামূলক কম ভিড় থাকার কারণে অনেক গন্তব্যে নিশ্চিন্তে সময় কাটানো যায়। তাই বর্ষার রোমান্টিক আবহ উপভোগ করতে চাইলে এই সময়টিই সেরা।

বিজ্ঞাপন

কি কি সতর্কতা অবলম্বন করবেন?

সঠিক গন্তব্য বাছাই: পাহাড়ি অঞ্চল বা জলপ্রপাতের কাছাকাছি যেতে চাইলে আবহাওয়ার আপডেট ঠিকভাবে দেখে নিন। ঝুঁকিপূর্ণ জায়গা এড়িয়ে যান।

বৃষ্টি উপযোগী পোশাক: হালকা ও দ্রুত শুকিয়ে যায় এমন কাপড় পরুন। ছাতা, রেইনকোট, ওয়াটারপ্রুফ ব্যাগ সাথে রাখুন।

পথ নিরাপদ তো? ভাঙাচোরা রাস্তা, পাহাড়ি স্লিপারি ট্রেইল এড়িয়ে যান। ড্রাইভিং করলে টায়ার ও ব্রেক ভালোভাবে চেক করুন।

ওষুধ ও স্বাস্থ্যসুরক্ষা: পোকামাকড় ও জীবাণুর প্রকোপ এই সময়ে বেশি থাকে। তাই মৌসুমি অসুখের জন্য প্রাথমিক ওষুধ, স্যানিটাইজার, মশার তেল সাথে রাখুন।

খাবার ও পানি: বিশুদ্ধ পানি ও হালকা শুকনো খাবার রাখলে বিপদে পড়বেন না। অজানা বা অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলুন।

জরুরি যোগাযোগ: মোবাইল চার্জার, পাওয়ার ব্যাংক ও স্থানীয় জরুরি যোগাযোগ নম্বর হাতে রাখুন।

শেষ কথা _

প্রকৃতিকে ভালোবেসে যদি কিছুটা সাবধানতা মেনে চলা যায়, তাহলে এই বর্ষাকালও হতে পারে আপনার ভ্রমণের সেরা সময়। বৃষ্টির ফোঁটায় ফোঁটায় জীবনের ক্লান্তি ভিজিয়ে নতুন করে ফিরে আসুন।

তাহলে আর দেরি কেন? সতর্কতা মেনে প্যাকআপ করুন ব্যাগ আর বেরিয়ে পড়ুন প্রিয় গন্তব্যের পথে!

সারাবাংলা/এসজে/এএসজি
বিজ্ঞাপন

আরো

সানজিদা যুথি - আরো পড়ুন