Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘর সাজানোর শিল্প: আয়নার জাদুতে আভিজাত্যের ছোঁয়া

সানজিদা যুথী
২৬ জুলাই ২০২৫ ১৯:৪২

ঘর— এটি শুধুই চারটি দেয়ালের সমষ্টি নয়। এটি স্মৃতির আধার, নিঃশ্বাস ফেলার জায়গা, শান্তির এক টুকরো চিলেকোঠা। দিনের শেষে ক্লান্ত শরীর আর বিভ্রান্ত মন যখন আশ্রয় খোঁজে, তখন সেই ঘরই হয়ে ওঠে আত্মিক শান্তির ঠিকানা। আর প্রিয় মানুষের সঙ্গে ভাগ করে নেওয়া একান্ত মুহূর্তগুলোর নীরব সাক্ষীও বটে এই ঘর।

তাই তো ঘরের সৌন্দর্য ও আভিজাত্য কেবল আসবাব বা ব্যয়বহুল সাজসজ্জায় সীমাবদ্ধ নয়। বরং কিছু ছোট ও স্মার্ট পরিবর্তনেই এনে ফেলা যায় দারুণ এক সৌন্দর্যের ছোঁয়া।

তার মধ্যে সবচেয়ে চমকপ্রদ একটি উপকরণ— আয়না।

কেন আয়না?

ঘরের আয়নাটি কেবল নিজের প্রতিবিম্ব দেখার মাধ্যম নয়, এটি হতে পারে একটি দুর্দান্ত ডেকর আইটেমও। সঠিক জায়গায় সঠিক মাপের আয়না ঘরের নান্দনিকতা যেমন বাড়ায়, তেমনি স্থানটিকে করে তোলে অনেক বেশি উজ্জ্বল, প্রশস্ত ও শ্বাসযোগ্য।

বিজ্ঞাপন

আয়না রাখার কিছু চমৎকার কৌশল _

প্রাকৃতিক আলো প্রতিফলন:

আয়নাকে এমন স্থানে রাখুন, যেখানে জানালা বা দরজা দিয়ে আলো আসে। এতে সূর্যের আলো প্রতিফলিত হয়ে ঘরটি আরও আলোকোজ্জ্বল দেখাবে।

ঘরকে বড় দেখানোর কৌশল:

ছোট ঘরকে বড় ও খোলামেলা দেখাতে চাইলে, একটি বড় আয়না ব্যবহার করুন। বিশেষ করে ডাইনিং বা লিভিং রুমে ফ্লোর-টু-সিলিং আয়না হলে চমৎকার একটি অপটিক্যাল ইলিউশন তৈরি হয়।

শোবার ঘরে আয়নার অবস্থান:

বেডরুমে আয়না রাখতে হলে খেয়াল রাখুন, এটি যেন ঘুমের মুখোমুখি না হয়। বিছানার পাশে বা পাশের দেয়ালে আয়না ঝুলিয়ে রাখতে পারেন। এতে ঘরে ভারসাম্য আসে।

আর্টিস্টিক আয়না:

আজকাল আয়নার ডিজাইনও নানা রকমের পাওয়া যায়—বোহো ফ্রেম, কার্ভড কাঠের ফিনিশ বা মেটালিক বর্ডার। ঘরের থিম অনুযায়ী এমন আয়না বেছে নিলে ঘর পায় একটি স্টাইল স্টেটমেন্ট।

ফোকাল পয়েন্ট তৈরি করুন:

লিভিং রুমে একটি বড় আয়না ঘরের কেন্দ্রীয় দিকটিকে হাইলাইট করে। এর নিচে একটি ছোট সাইডবোর্ড বা ইনডোর প্লান্ট রাখলে সৌন্দর্য বহুগুণে বাড়ে।

শেষ কথা _

ঘর সাজানো মানেই বড় খরচ নয়, বরং একটু কল্পনা, সঠিক অবস্থান বেছে নেওয়া এবং পরিমিত রুচির প্রকাশ— এগুলোই পারে একটুখানি খড়ের ঘরকেও করে তুলতে আভিজাত্যের প্রতীক।

আপনার আয়নাটি আজই একটু নজর দিয়ে দেখুন। হতে পারে, ঘরের এক কোণে লুকিয়ে আছে সেই সৌন্দর্যের রহস্য, যেটা কেবল আপনার একটু ছোঁয়ার অপেক্ষায়…

সারাবাংলা/এসজে/এএসজি

আয়নার জাদুতে আভিজাত্যের ছোঁয়া ঘর সাজানোর শিল্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর