Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বর্ষায় বাড়ির বাগান রক্ষা: অতিরিক্ত পানির বিপদ ও প্রতিকার

সানজিদা যুথী
২৮ জুলাই ২০২৫ ১৮:০২

বৃষ্টির পানি প্রকৃতির এক অনন্য উপহার। এটি যেমন গাছপালার জন্য জীবনদায়ী, ঠিক তেমনি অতিরিক্ত হলে তা হয়ে উঠতে পারে ধ্বংসাত্মক। আমাদের প্রতিদিনকার জীবনে যেমন সবকিছুর একটা পরিমাণ থাকা জরুরি, ঠিক তেমনি গাছের ক্ষেত্রেও পানির পরিমাণ একটা গুরুত্বপূর্ণ বিষয়।

বর্ষাকালে টানা বৃষ্টি অনেক সময় গাছের শেকড়ে পচন ধরিয়ে দেয়, মাটি থেকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান ধুয়ে নিয়ে যায় এবং বাগানের সৌন্দর্য ও উৎপাদনশীলতাকে নষ্ট করে দেয়। বিশেষ করে ফল, ফুল ও ভেষজ গাছগুলোর ক্ষেত্রে বিষয়টি আরও স্পর্শকাতর।

বৃষ্টির ফলে বাগানে যেসব সমস্যা হয় _

জলাবদ্ধতা: দীর্ঘক্ষণ মাটিতে পানি জমে থাকলে শিকড় শ্বাস নিতে পারে না, ফলে গাছ মারা যায়।

বিজ্ঞাপন

শিকড় পচা: অতিরিক্ত আর্দ্রতা ছত্রাক জন্মাতে সহায়ক, যা শিকড় পচিয়ে দেয়।

পুষ্টির ঘাটতি: টানা বৃষ্টিতে মাটির ভেতরের নাইট্রোজেনসহ গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ পানির সঙ্গে ধুয়ে চলে যায়।

পাতা ও ফলের ক্ষতি: অতিরিক্ত আর্দ্রতা পাতায় দাগ, পচন বা ফল ফাটার কারণ হতে পারে।

বাগান রক্ষায় করণীয় _

নালার ব্যবস্থা করুন: বাগানে পানি জমে থাকলে তা দ্রুত বের করে দেওয়ার জন্য পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা রাখুন।

পাত্রে গাছ লাগানোর সময় বাড়তি ছিদ্র করুন: টবে গাছ রাখলে নিচে বাড়তি ছিদ্র করে দিন, যেন অতিরিক্ত পানি সহজে বের হয়ে যায়।

মাটি আলগা করে দিন: গাছের চারপাশের মাটি মাঝে মাঝে কুলিয়ে দিন যাতে পানি জমে না থাকে।

কম পানি চাহিদাসম্পন্ন গাছ বেছে নিন: যেমন—লোহিতচন্দন, অ্যালোভেরা, রোজমেরি, তুলসি ইত্যাদি।

ছাউনির ব্যবস্থা করুন: ফুল ও ভেষজ গাছের ওপর অস্থায়ী ছাউনি বা ট্রান্সপারেন্ট প্লাস্টিক দিয়ে রক্ষা করুন।

সার প্রয়োগের সময় খেয়াল রাখুন: বৃষ্টির পরপরই সার না দিয়ে অপেক্ষা করুন মাটি কিছুটা শুকানো পর্যন্ত।

গাছ পর্যবেক্ষণ করুন: নিয়মিত গাছের শিকড়, পাতা ও ডালের অবস্থা পর্যবেক্ষণ করুন এবং পচন বা ছত্রাক দেখলেই ব্যবস্থা নিন।

শেষ কথা হলো _

বর্ষা প্রকৃতির জন্য আশীর্বাদ হলেও সচেতন না হলে তা আপনার বাগানের জন্য অভিশাপ হয়ে উঠতে পারে। তাই বর্ষায় বাগান রক্ষা করতে চাইলে চাই নিয়ম মেনে যত্ন, প্রয়োজনীয় প্রস্তুতি ও সঠিক ব্যবস্থা। একটু সচেতনতাই পারে আপনার সবুজ স্বপ্নকে রক্ষা করতে।।

সারাবাংলা/এসজে/এএসজি

বর্ষায় বাড়ির বাগান রক্ষা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর