Friday 24 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্ধু… একটা ছোট শব্দ, কিন্তু তার গভীরতা? সমুদ্রের চেয়েও বিশাল

সানজিদা যুথি সিনিয়র নিউজরুম এডিটর
৩ আগস্ট ২০২৫ ১৬:৩০ | আপডেট: ৩ আগস্ট ২০২৫ ১৬:৩১

জীবনের প্রতিটা বাঁকে, সুখ-দুঃখের সাথী হিসেবে যে মানুষটা পাশে থাকে—সে-ই তো বন্ধু। একটা ভালো বন্ধু মানে—মাঝরাতে হঠাৎ ডাকে ছুটে আসা মানুষ, একটা ভালো বন্ধু মানে— তোমার নীরবতাও যে বুঝে ফেলে।

বন্ধু দিবসের সূচনা হয়েছিল ১৯৩০ সালে, আমেরিকার মিসৌরি অঙ্গরাজ্যে। ‘হ্যালমার্ক’ নামের একটি গ্রীটিংস কার্ড কোম্পানির প্রতিষ্ঠাতা জয়স হল প্রথমবারের মতো জুলাই মাসের প্রথম রবিবারকে বন্ধুত্ব উদযাপনের দিন হিসেবে প্রচলন করেন।
তবে বিশ্বজুড়ে আনুষ্ঠানিক স্বীকৃতি আসে ২০১১ সালে, যখন জাতিসংঘ ৩০ জুলাইকে আন্তর্জাতিক বন্ধু দিবস হিসেবে ঘোষণা করে।

বিশ্বের অনেক দেশে এই দিনটি জুলাই ৩০ তারিখে পালিত হয়। কিন্তু ভারত, বাংলাদেশ, নেপালের মতো দক্ষিণ এশীয় দেশে আগস্টের প্রথম রবিবার-ই হয়ে উঠেছে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হবার দিন।

বিজ্ঞাপন

এই দিনটা শুধু একটা তারিখ নয়, এটা বন্ধুত্বকে নতুন করে অনুভব করার দিন, তাকে বলা— ‘তুই থাকিস বলেই আমি চলতে পারি!’

বন্ধু মানে প্রতিদ্বন্দ্বিতা নয়, সহযাত্রা। বন্ধু মানে ভুল বোঝাবুঝির পরও ফিরে আসা। বন্ধু মানে—ভাঙা মনটা জোড়া দেয়া এক স্পর্শ।

বন্ধুত্ব মানে কখনো রঙিন, কখনো কাঁদা-মাখা, কিন্তু সবসময় সত্যি। বন্ধুত্ব মানেই—নিঃস্বার্থ ভালোবাসা। এমন একটা সম্পর্ক, যেখানে শর্ত নেই, প্রতিযোগিতা নেই,
আছে শুধু পাশে থাকার অঙ্গীকার।

তাই আজকে, যার যার বন্ধু আছে তার প্রতি একটা ভালোবাসার মেসেজ দাও। বলো— তুমি আছো বলেই আমি অনেক কিছু পারি।

‘শুভ বন্ধু দিবস’

সারাবাংলা/এসজে/এএসজি
বিজ্ঞাপন

আয়েশা আবেদ ফাউন্ডেশনে চাকরি
২৪ অক্টোবর ২০২৫ ১১:০০

আরো

সানজিদা যুথি - আরো পড়ুন