Thursday 06 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপানিদের দীর্ঘায়ুর রহস্য

সানজিদা যুথি সিনিয়র নিউজরুম এডিটর
১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৪

আপনি কি জানেন, পৃথিবীতে সবচেয়ে বেশি শতবর্ষী মানুষ জাপানেই থাকে? সম্প্রতি এক প্রতিবেদনে দেখা গেছে, সেখানে প্রায় এক লাখ মানুষ বয়সের শতক পার করেছে! প্রশ্ন হলো— তাদের এত দীর্ঘ ও সুস্থ জীবনের রহস্যটা কোথায়?

চলুন জেনে নেই জাপানিদের জীবনযাপনের কিছু বিশেষ অভ্যাস …

ইকিগাই – জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়া

জাপানিরা বিশ্বাস করেন, শুধু বেঁচে থাকা নয়, কেন বেঁচে আছি সেই কারণ খুঁজে পাওয়া খুব জরুরি। একে বলা হয় ইকিগাই। এই দর্শন তাদের মানসিকভাবে ইতিবাচক রাখে, চাপ কমায় এবং প্রতিদিন নতুন উদ্যম দেয়।

হারা হাচি বু – পরিমিত খাবার খাওয়া

খাবারের সময় তারা পেট পুরোপুরি ভর্তি করেন না। বরং প্রায় ৭৫% পেট ভর্তি করেই খাওয়া শেষ করেন। এতে হজম ভালো হয়, শরীর হালকা থাকে আর বয়স বাড়লেও সুস্থতা বজায় থাকে।

বিজ্ঞাপন

রেডিও তাইসো – সকালের ব্যায়াম

প্রায় শত বছর ধরে জাপানিরা সকালে ঘুম থেকে উঠে হালকা ব্যায়াম করে। মাত্র ৩ মিনিটের এই ব্যায়াম শরীরকে চনমনে রাখে ও কর্মশক্তি বাড়ায়।

গ্রিন টি পান

তাদের দৈনন্দিন জীবনে গ্রিন টি খুব গুরুত্বপূর্ণ। প্রতিটি চুমুক ধীরে উপভোগ করে পান করেন। এতে যেমন শরীর ডিটক্স হয়, তেমনি মনের ভেতরও আসে প্রশান্তি।

নিয়মিত হাঁটা ও প্রকৃতির সংস্পর্শ

জাপানিরা গাড়ির বদলে হাঁটাকে বেশি প্রাধান্য দেয়। তারা দিনের আলোতে বাইরে থাকতে ভালোবাসে, পাখির ডাক কিংবা পাতার শব্দও উপভোগ করে। প্রকৃতির সাথে এই সংযোগ তাদের মানসিক স্বাস্থ্য ভালো রাখে।

ভালো ঘুম ও বিশ্রাম

তাদের কাছে ঘুম কোনো অলসতা নয়, বরং আত্মযত্নের অংশ। দিনের বেলায়ও একটু ঘুমিয়ে নেওয়া (ইনেমুরি) জাপানে সামাজিকভাবে গ্রহণযোগ্য।

জাপানিরা অপ্রয়োজনীয় জিনিস জমিয়ে রাখে না। ঘর রাখে ছিমছাম। প্রতিটি জিনিসের নির্দিষ্ট জায়গা থাকে। আর কৃতজ্ঞতার সংস্কৃতি—আরিগাতো—তাদের প্রতিদিনকে করে তোলে আরও শান্তিপূর্ণ।

শেষ কথা হলো

দীর্ঘায়ুর রহস্য কোনো ম্যাজিক নয়। বরং ছোট ছোট অভ্যাস, যেমন—পরিমিত খাবার, নিয়মিত ব্যায়াম, প্রকৃতিকে ভালোবাসা আর কৃতজ্ঞতার চর্চা—এসবই জাপানিদের দিয়েছে দীর্ঘ ও সুখী জীবন।

চাইলে আপনিও গ্রহণ করতে পারেন এই অভ্যাসগুলো। সুস্থ ও সুন্দর জীবন হোক আপনারও!

সারাবাংলা/এসজে/এএসজি
বিজ্ঞাপন

আরো

সানজিদা যুথি - আরো পড়ুন
সম্পর্কিত খবর