Wednesday 08 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সন্তান ভুল করলে কী করবেন?

লাইফস্টাইল ডেস্ক
৮ অক্টোবর ২০২৫ ১৬:৫৬

শিশুর বেড়ে ওঠার পথে ভুল একেবারেই স্বাভাবিক বিষয়। ভুল করতে করতেই তারা শেখে এবং অভিজ্ঞতা সঞ্চয় করে। অভিভাবক হিসেবে আপনার করণীয় হলো সেই ভুলকে সহানুভূতি ও ধৈর্যের সঙ্গে সামলানো। আসুন জেনে নিই, সন্তান ভুল করলে কীভাবে ইতিবাচকভাবে প্রতিক্রিয়া জানানো যায়।

রাগ নয়, শান্তভাবে বোঝান

ভুল করলে সঙ্গে সঙ্গে বকাঝকা না করে আগে শুনুন—কেন এমন হলো। শান্তভাবে কথা বললে সন্তানও নিজের ভুল বুঝতে পারবে।

কারণ খুঁজুন

ভুল কি অজান্তে হয়েছে, নাকি অবহেলার কারণে? কারণ খুঁজে বের করলে সমাধান করা অনেক সহজ হয়।

নেতিবাচক মন্তব্য এড়ান

‘তুমি কিছুই পারো না’ বা ‘সব সময় ভুল করো’—এমন কথা শিশুর আত্মবিশ্বাস ভেঙে দেয়। বরং উৎসাহ দিয়ে বলুন, ‘এবার ভুল হয়েছে, তবে পরের বার আমরা ঠিকভাবে করব।’

বিজ্ঞাপন

প্রকাশ্যে নয়, আলাদা করে ধরুন

অন্যদের সামনে সন্তানকে বকাঝকা করলে সে লজ্জিত বা হীনমন্য হয়ে পড়ে। তাই ভুল ধরিয়ে দিন একান্তে, বন্ধুসুলভ ভঙ্গিতে।

শাস্তি নয়, শেখার সুযোগ দিন

শাস্তি দিলে শিশু ভয় পায়, শেখে না। বরং গল্প, খেলা বা উদাহরণ দিয়ে তাকে বুঝিয়ে দিন—ভুল থেকে কীভাবে শেখা যায়।

নিজেরাও হোন উদাহরণ

শিশুরা বড়দের দেখে শেখে। তাই আপনার যদি কোনো ভুল হয়, তা স্বীকার করুন এবং সংশোধনের চেষ্টা করুন। এতে সন্তানও শিখবে ভুল করা শেখারই অংশ।

শেষ কথা

সন্তান ভুল করলে তাকে দোষারোপ নয়, বরং ধৈর্য ও ভালোবাসা দিয়ে বোঝানোই শ্রেয়। ইতিবাচক দৃষ্টিভঙ্গি শিশুর ভুলকে শিক্ষা ও অভিজ্ঞতায় রূপান্তর করবে, আর গড়ে তুলবে আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল মানুষ।

সারাবাংলা/এফএন/এএসজি

সন্তান ভুল করলে কী করবেন?