উজ্জ্বল ও দাগহীন ত্বক সবারই কাম্য। সূর্যের তাপে কিংবা ধুলোবালির কারণে মুখে কালচেভাব পড়ে যায়, ত্বক হয়ে ওঠে নিস্তেজ। এই সমস্যা দূর করতে ঘরোয়া উপাদানের মধ্যে অন্যতম হলো তেঁতুল। ভিটামিন, ফসফরাস, অ্যামিনো অ্যাসিড ও ম্যাগনেশিয়ামে ভরপুর তেঁতুল ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদান হিসেবে কাজ করে।
হলুদ ও তেঁতুলের ফেসপ্যাক
এক চামচ তেঁতুলের ক্বাথের সঙ্গে এক চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে পেস্ট তৈরি করুন। মুখে লাগিয়ে ১৫ মিনিট রাখুন, তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই দিন ব্যবহার করলে রোদে পোড়া দাগ হালকা হবে।
মধু, বেসন ও তেঁতুলের ফেসপ্যাক
এক চামচ তেঁতুলের ক্বাথ, এক চামচ মধু ও দুই চামচ বেসন মিশিয়ে একটি ফেসপ্যাক তৈরি করুন। মুখ ও ঘাড়ে লাগিয়ে ১০ মিনিট রাখুন। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেললে কালচে দাগ কমে যাবে, বিশেষ করে তৈলাক্ত ত্বকের জন্য এটি বেশি কার্যকর।
তেঁতুলের স্ক্রাব
দুই চামচ তেঁতুলের ক্বাথ, দুই চামচ ব্রাউন সুগার ও এক চা চামচ বেকিং সোডা মিশিয়ে স্ক্রাব তৈরি করুন। আলতোভাবে মুখে ম্যাসাজ করুন। এটি ত্বকের মৃত কোষ ও ময়লা দূর করে ত্বকে ফিরিয়ে আনে সতেজ জেল্লা।
শেষকথা
ঘরোয়া এই প্রাকৃতিক উপাদানটি সহজেই ত্বকের কালচেভাব দূর করতে পারে। নিয়মিত তেঁতুলের ফেসপ্যাক ও স্ক্রাব ব্যবহার করলে ত্বক হবে উজ্জ্বল, মসৃণ ও তারুণ্যময়।