Sunday 04 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শীতের পোশাকে স্টাইল

ফারহানা নীলা স্টাফ করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২৬ ১৯:০৯

শীত মানেই ফ্যাশনের সবচেয়ে আরামদায়ক ও নান্দনিক সময়। গরমের সীমাবদ্ধতার বাইরে এসে এই ঋতুতে পোশাকে যুক্ত হয় স্তর, রঙ আর নকশার বৈচিত্র্য। বিশেষ করে তরুণীদের শীতের পোশাক এখন আর শুধু ঠান্ডা নিবারণের বিষয় নয়—এটি হয়ে উঠেছে ব্যক্তিত্ব প্রকাশের এক স্টাইলিশ মাধ্যম।

শহুরে জীবনযাপন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, অফিস কিংবা বন্ধুর সঙ্গে আড্ডা—সব ক্ষেত্রেই তরুণীরা খোঁজেন এমন পোশাক, যা একদিকে যেমন আরামদায়ক, অন্যদিকে তেমনি ট্রেন্ডি ও স্মার্ট। এ শীতে তরুণীদের পোশাকে তাই বিশেষভাবে নজরে আসছে লং গাউন, ব্লেজার আর ম্যাচিং মাফলারের ব্যবহার।

লং গাউন কোর্ট: শীতে নারীত্ব ও এলিগেন্সের প্রতীক

বিজ্ঞাপন

শীতের পোশাকে লং গাউন তরুণীদের জন্য হয়ে উঠেছে অত্যন্ত জনপ্রিয়। উলের হালকা ফেব্রিক, নিট বা কটন-ব্লেন্ড লং গাউন যেমন শরীর গরম রাখে, তেমনি দেয় একটি এলিগেন্ট লুক। ফুল স্লিভ বা হাই নেক ডিজাইনের গাউন শীতে বেশি কার্যকর। দিনের বেলায় হালকা রঙ আর সন্ধ্যার জন্য গাঢ় শেডের লং গাউন তরুণীদের ব্যক্তিত্বকে করে তোলে আরও পরিণত ও আকর্ষণীয়।

ব্লেজার: স্মার্টনেসের স্টাইল স্টেটমেন্ট

তরুণীদের শীতের পোশাকে ব্লেজার মানেই আধুনিকতা ও আত্মবিশ্বাসের ছাপ। সাধারণ টপ, লং গাউন কিংবা কুর্তির ওপর ব্লেজার পরলে পুরো লুকটি হয়ে ওঠে স্মার্ট ও প্রফেশনাল। বিশ্ববিদ্যালয় বা অফিসের জন্য নিউট্রাল রঙের ব্লেজার যেমন কালো, বেইজ বা নেভি ব্লু বেশ মানানসই। আবার ক্যাজুয়াল আড্ডার জন্য চেক বা টেক্সচার্ড ব্লেজারও বেশ ট্রেন্ডি।

ম্যাচিং মাফলার: শীতের স্টাইলে শেষ ছোঁয়া

শীতের পোশাক যেন অসম্পূর্ণই থেকে যায় ম্যাচিং মাফলার ছাড়া। শুধু গলা গরম রাখাই নয়, একটি সুন্দর মাফলার পুরো পোশাকের রঙ ও ভারসাম্য ঠিক করে দেয়। লং গাউনের সঙ্গে সলিড কালারের মাফলার কিংবা ব্লেজারের সঙ্গে হালকা প্যাটার্নের মাফলার তরুণীদের শীতের স্টাইলকে দেয় পরিপূর্ণতা।
তরুণীদের জন্য শীতের পোশাক বাছাইয়ে

প্রয়োজনীয় কিছু পরামর্শ

১. ফেব্রিক নির্বাচনে সচেতনতা:
শীতে ভারী কাপড়ের পাশাপাশি এমন ফেব্রিক বেছে নিন যা ত্বকে আরাম দেয়। উল, নিট, ফ্লিস বা কটন-ব্লেন্ড লং গাউন ও ব্লেজার শীতের জন্য উপযোগী।

২. রঙের সামঞ্জস্য বজায় রাখুন:

লং গাউন, ব্লেজার ও মাফলারের রঙ যেন পরস্পরের সঙ্গে মানানসই হয়। খুব বেশি কনট্রাস্ট না রেখে নরম বা আর্থ টোন রঙ শীতে বেশি আভিজাত্য আনে।

৩. লেয়ারিংয়ে ভারসাম্য রাখুন:

ব্লেজার পরলে ভেতরের গাউন খুব বেশি ঢিলেঢালা না হওয়াই ভালো। এতে শরীরের গড়ন সুন্দরভাবে ফুটে ওঠে।

৪. দৈনন্দিন ব্যবহারের কথা ভাবুন:

দেখতে সুন্দর হলেও খুব ভারী পোশাক বা অতিরিক্ত লম্বা গাউন চলাফেরায় অসুবিধা তৈরি করতে পারে। দৈনন্দিন কাজে ব্যবহারযোগ্য পোশাকই বেছে নিন।

৫. অ্যাকসেসরিজে পরিমিতি:

ম্যাচিং মাফলারই যখন স্টাইলের মূল আকর্ষণ, তখন অতিরিক্ত গয়না বা অ্যাকসেসরিজ এড়িয়ে চলাই ভালো।

শেষকথা

শীতের পোশাকে তরুণীদের জন্য লং গাউন, ব্লেজার আর ম্যাচিং মাফলারের সমন্বয় মানেই পরিমিত আভিজাত্য। এই শীতে ফ্যাশনের সঙ্গে আরাম ও ব্যক্তিত্বের ভারসাম্য রাখাই হোক তরুণীদের স্টাইল দর্শন।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

ফারহানা নীলা - আরো পড়ুন
সম্পর্কিত খবর