Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এই শীতে উষ্ণতার ছোঁয়ায় চাদর

ফারহানা নীলা স্টাফ করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৬ ১৫:০২

শীত মানেই শুধু ঠান্ডা নয়, শীত মানেই স্টাইল নিয়ে একটু বাড়তি ভাবনা। আর সেই ভাবনার কেন্দ্রে এবার দাপটের সঙ্গে জায়গা করে নিয়েছে নকশাদার ও থিমেটিক চাদর। কোন পোশাকের সঙ্গে কেমন চাদর পরবেন, কোথায় গেলে কীভাবে জড়াবেন— সবটাই জানুন বুলেট পয়েন্টে, সহজ আর মজারভাবে।

এই শীতে চাদর কেন এত ট্রেন্ডি?

চাদর এখন শুধু উষ্ণতার জন্য নয়, পুরো লুকের ফোকাল পয়েন্ট। ডিজাইনারদের হাতে চাদর পেয়েছে নতুন নকশা ও থিম- ফুলেল, জ্যামিতিক, লোকজ, ডিজিটাল প্রিন্ট— সবই চলছে দারুণ। নকশিকাঁথা, পাহাড়ি মোটিফ কিংবা মিনিমাল অ্যাবস্ট্রাক্ট থিমের চাদর জনপ্রিয়।

শাড়ির সঙ্গে চাদর পরার স্টাইল

একরঙা শাড়ির সঙ্গে প্রিন্টেড বা কনট্রাস্ট চাদর দারুণ মানায়। ভারী কাজের শাড়িতে হালকা রঙের সফট চাদর বেছে নিন। চাদর কাঁধে আলতো করে জড়িয়ে এলিগ্যান্ট লুক তৈরি করুন। শীতের বিকেলের দাওয়াত বা অফিসিয়াল অনুষ্ঠানের জন্য আদর্শ।

বিজ্ঞাপন

কুর্তি, টপস ও সিঙ্গেল কামিজের সঙ্গে

লং কুর্তির সঙ্গে ফ্লোইং চাদর সামনে খোলা রেখে পরুন। চাইলে চাদরের এক পাশ কাঁধে ফেলে বেল্ট দিয়ে ওয়েস্টে গ্রিপ দিন। টপস ও জিন্সের সঙ্গে থিমেটিক চাদর ক্যাজুয়াল লুকে আনে স্টাইল। রঙিন চাদর একঘেয়ে পোশাকেও যোগ করে প্রাণচাঞ্চল্য।

সালোয়ার-কামিজের সঙ্গে চাদর

ভারী কাজের কামিজে হালকা নকশার চাদর মানানসই। সাদামাটা সালোয়ার-কামিজে বড় মোটিফ বা উজ্জ্বল রঙের চাদর বেছে নিন। অফিসে গেলে নিউট্রাল রঙে সিম্পল ভাঁজে চাদর পরাই ভালো। ফরমাল লুকে চাদর রাখুন শরীরের কাছাকাছি।

কোথায় গেলে কীভাবে চাদর পরবেন

ভ্রমণে: বড় ও মোটা চাদর শাল বা র‍্যাপের মতো জড়িয়ে নিন।

বনভোজনে: রঙিন ও থিমেটিক চাদর ছবিতে বাড়তি আকর্ষণ যোগ করবে।

সকালে রোদ পোহাতে: হালকা উলের চাদর শরীর জড়িয়ে আরাম নিন।

খোলা জায়গায়: ঢিলেঢালা স্টাইলে চাদর রাখলে চলাফেরা সহজ হয়।

শেষ কথা

চাদর এখন শীতের ফ্যাশনের শক্তিশালী স্টাইল স্টেটমেন্ট। পোশাক, জায়গা ও সময় বুঝে চাদরের স্টাইল বদলান। একটু বুদ্ধি আর রুচির ছোঁয়াতেই চাদর হয়ে উঠবে আপনার ব্যক্তিত্বের প্রতিচ্ছবি। এই শীতে তাই শুধু গা ঢাকবেন না— চাদর দিয়ে নিজের স্টাইলটাও জড়িয়ে নিন।

প্রচ্ছদের ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

ফারহানা নীলা - আরো পড়ুন
সম্পর্কিত খবর