Monday 12 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শীতে আরাম লাগে যে রঙের পোশাকে

ফারহানা নীলা স্টাফ করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৬ ১৭:১১ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ১৭:১২

শীত মানেই শুধু মোটা কাপড় নয়— রঙও কিন্তু আরামের বড় অংশ। যে রঙ চোখে উষ্ণতা আনে, মন ভালো রাখে এবং শরীরকে স্বস্তি দেয়, শীতে সেই রঙের পোশাকই হয়ে ওঠে সবচেয়ে প্রিয়। তাই শীতের সকালে কী পরবেন, তার সিদ্ধান্তে রঙের ভূমিকা অবহেলা করার সুযোগ নেই।

উষ্ণ রঙ, উষ্ণ অনুভূতি

শীতে সবচেয়ে আরামদায়ক ধরা হয় উষ্ণ রঙগুলোকে। মেরুন, গাঢ় লাল, বারগান্ডি— এই রঙগুলো শরীরে এক ধরনের উষ্ণ আবেশ তৈরি করে।

সরিষা হলুদ ও কমলা রঙ শীতের ধূসর দিনে এনে দেয় প্রাণচাঞ্চল্য। মনোবিজ্ঞানের ভাষায়, এসব রঙ শরীরকে ‘উষ্ণতার সংকেত’ দেয়, ফলে শীত কম অনুভূত হয়।

মাটির রঙে শান্ত আরাম

বাদামি, চকোলেট, কফি, অলিভ গ্রিন— এই মাটির রঙগুলো শীতে খুবই আরামদায়ক। এগুলো চোখে নরম লাগে, সহজে মানিয়ে যায় এবং শীতের ফ্যাশনে দেয় ক্লাসিক লুক। বিশেষ করে সোয়েটার, কার্ডিগান বা শাল— মাটির রঙে হলে আরাম যেন দ্বিগুণ।

বিজ্ঞাপন

গাঢ় রঙে তাপ ধরে রাখার অনুভূতি

কালো, নেভি ব্লু, ডার্ক গ্রে— শীতের চিরাচরিত পছন্দ। এই রঙগুলো শুধু স্টাইলিশই নয়, মানসিকভাবেও তাপ ধরে রাখার অনুভূতি দেয়। শীতের রোদে গাঢ় রঙ তাপ বেশি শোষণ করে— এই ধারণাটাও আরামের অনুভূতিকে জোরালো করে।

হালকা রঙ কখন পরবেন

শীতে একেবারে সাদা বা খুব হালকা রঙ অনেক সময় ঠান্ডা ভাব বাড়িয়ে দেয়। তবে অফ-হোয়াইট, ক্রিম, হালকা বেইজ এই রঙগুলো উষ্ণ কাপড়ের সঙ্গে মানিয়ে নিলে আরাম ও এলিগ্যান্স দুটোই পাওয়া যায়।

রঙের সঙ্গে কাপড়ের সমন্বয় জরুরি

শুধু রঙ নয়, কাপড়ের টেক্সচারও গুরুত্বপূর্ণ। উষ্ণ রঙ যদি হয় উল, ফ্লিস, ভেলভেট বা নিটেড ফ্যাব্রিকের, তাহলে আরামের মাত্রা আরও বেড়ে যায়।

শেষ কথা

শীতে আরাম পেতে হলে মোটা কাপড়ের পাশাপাশি রঙ বাছাইও হোক সচেতন। উষ্ণ ও গাঢ় রঙ মনকে দেয় স্বস্তি, শরীরকে দেয় আরামের অনুভূতি।

এই শীতে তাই নিজের পোশাকের আলমারিতে একটু উষ্ণ রঙ যোগ করতেই পারেন— আরামটা ঠিকই টের পাবেন।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

‘আত্মহত্যা করতে চেয়েছিলাম’
১২ জানুয়ারি ২০২৬ ১৯:৩৩

আরো

ফারহানা নীলা - আরো পড়ুন
সম্পর্কিত খবর