Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে ক্যাটস আইয়ের সাশ্রয়ী অফার


২০ আগস্ট ২০১৮ ১৮:১৯ | আপডেট: ২৩ মে ২০২২ ১৩:০২

কুরবানির ঈদ উপলক্ষে ক্যাটস আই দিচ্ছে সব পোশাকে ছাড়। সতন্ত্র ডিজাইন ও জনপ্রিয় কাট নিয়ে গরমের উপযোগী ঈদের পোশাক এনেছে ক্যাটস আই। প্যাটার্ন থাকছে সমকালীন তারুণ্য নির্ভর। নতুনত্ব থাকছে ছেলেদের পাঞ্জাবি, শার্ট আর বটমে।

নতুন পোশাক ছাড়াও ক্রেতা আগ্রহ বাড়াতে ক্যাটস আই তাদের সকল স্টোরে দিচ্ছে মূল্যছাড়। সমমূল্যের যেকোন পণ্য ক্রয়ে প্রথমটিতে ১০ ভাগ, দ্বিতীয়টিতে ২০ ভাগ এবং তৃতীয়টিতে থাকছে শতকরা ৩০ ভাগ মূল্য ছাড়ের সুযোগ। যেকোন পণ্যের উপরই ঈদে ক্যাটস আই দিচ্ছে এই সুযোগ।

বিজ্ঞাপন

উল্লেখ্য, নতুন ঈদ পোশাক, সাশ্রয়ী অফারের বিস্তারিত খোঁজখবর জানা যাবে ক্যাটস আই এর ফেসবুক পেইজে। এছাড়াও অনলাইনে মূল্যছাড়ে শপিং করতে ভিজিট করতে পারেন  ভার্চুয়াল স্টোর www.catseye.com.bd


সারাবাংলা/আরএফ

ঈদের পোশাক ক্যাটস আই