Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ট্রোক হলে ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ে


৫ সেপ্টেম্বর ২০১৮ ১৬:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাইফস্টাইল ডেস্ক।।

বয়স বেড়ে গেলে কারও কারও স্মৃতিশক্তি কমে যায়। এই রোগের নাম ডিমেনশিয়া। ডিমেনশিয়া হলে রোগী কোন কিছু মনে রাখতে পারে না। অনেকসময় আপনজনদেরও চিনতে পারে না।

যুক্তরাজ্যের অ্যাক্সিটার বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুযায়ী, স্ট্রোক করলে ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনা দ্বিগুণ বেড়ে যায়। স্ট্রোকের ফলে মস্তিষ্কের রক্ত চলাচল প্রক্রিয়া স্বাভাবিক থাকে না। ফলে ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনা বাড়ে।

বিশ্বের বিভিন্ন দেশের ৪২ টি গবেষণার আলোকে অ্যাক্সিটার বিশ্ববিদ্যালয় নতুন একটি গবেষণা করে। এই গবেষণার ফলাফলে স্ট্রোক ও ডিমেনশিয়ার সম্পর্ক খুঁজে পাওয়া যায়।

অ্যাক্সিটার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডা. ইলিয়ানা লরিডা বলেন, স্ট্রোক করলে ডিমেনশিয়ার রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি শতকরা ৭০ ভাগ বেড়ে যায়। স্ট্রোক যেন না হয় এজন্য আগে থেকেই সতর্ক হতে হবে। ডাক্তারের পরামর্শ মেনে চলতে হবে। আর যদি স্ট্রোক হয়েই যায় তাহলে স্ট্রোকের পরে রোগীর বিশেষভাবে যত্ন নিতে হবে।

বিজ্ঞাপন

উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। তাই উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস থাকলে চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে।

যারা স্ট্রোকের পরে ডাক্তারের পরামর্শ মেনে ওষুধ ও খাবার খান এবং ব্যায়াম করেন তাদের ডিমেনশিয়া হওয়ার ঝুঁকি অনেক কমে যায়। ওজন যেন কোন ভাবেই না বাড়ে সেজন্য আগে থেকেই সচেতন হতে হবে। ওজন বাড়লে স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায় শতকরা ৬৮ ভাগ।

 

সারাবাংলা/টিসি/ এসএস

ডিমেনশিয়া ভুলে যাওয়া স্ট্রোক স্মৃতিভ্রষ্ট স্মৃতিলোপ হার্ট অ্যাটাক

বিজ্ঞাপন

নেইমারের গোলে সান্তোসের জয়
১৭ জুলাই ২০২৫ ১২:১৬

আরো

সম্পর্কিত খবর