Tuesday 19 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লা রিভ নিয়ে এলো ফ্যাশন চ্যাট বট অ্যালিসা


২০ মে ২০১৯ ২২:৩৫

ঢাকা: ফ্যাশন হাউজ লা রিভ নিয়ে এলো ২৪/৭ ভারচুয়াল শপিং অ্যাসিস্ট্যান্ট অ্যালিসা। লাইভ চ্যাটের মাধ্যমে গ্রাহকদের যাবতীয় জিজ্ঞাসা ও সাহায্যের জন্য আছে ফ্যাশন চ্যাট বট অ্যালিসা।

রোববার (১৯ মে) রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রিন্ট ও টেলিভিশন মিডিয়ার সাংবাদিক এবং শুভানুধ্যায়ীদের সঙ্গে অ্যালিসার পরিচয় করিয়ে দেন লা রিভের প্রধান নির্বাহী মন্নুজান নার্গিস। অনুষ্ঠানের শেষ অংশে ছিল লা রিভের ঈদের পোশাক নিয়ে ফ্যাশন শো।

বিজ্ঞাপন

এই অনুষ্ঠানে অ্যালিসা কী ধরনের সেবা দেবে তা নিয়ে বিস্তারিত জানানোর পাশাপাশি সংবাদমাধ্যমের নানা প্রশ্নের উত্তর দেন লা রিভের সিইওসহ অন্যান্য কর্তাব্যক্তিরা। অ্যালিসাকে পরিচয় করিয়ে দেওয়ার সময় মন্নুজান নার্গিস বলেন, ‘অ্যালিসা বাংলাদেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ফ্যাশন চ্যাটবট।’

তিনি বলেন, ‘কেবল পছন্দের পোশাক খুঁজে পাওয়া বা কেনাই নয়, অ্যালিসা নতুন নতুন অফার ও ছাড়ের বিস্তারিত তথ্যসহ জানিয়ে দিবে সকল স্টোরের লোকেশন, ফোন নম্বর, খোলা ও বন্ধের সময়সূচী ইত্যাদি।’

তিনি বলেন, ‘অ্যালিসা এখন ইংরেজিতে চ্যাট করলেও একসময় বাংলায়ও যাতে চ্যাট করতে পারে সেই লক্ষে কাজ করছেন তারা। যারা ইংরেজি জানেন না, তারা অন্তত কী-ওয়ার্ড অর্থাৎ পোশাকের নাম আর রঙ লিখতে পারলেও অ্যালিসা সেই অনুযায়ী পণ্য নিয়ে হাজির হবে।’

লা রিভের ফ্যাশন চ্যাট বট অ্যালিসার পরিচিতি অনুষ্ঠানে লা রিভের ঈদের বর্ণাঢ্য সংগ্রহ নিয়ে ছিল একটি ফ্যাশন শো। মডেলরা বিভিন্ন কিউতে হেঁটে লা রিভের ঈদ পোশাকের সংগ্রহ প্রদর্শন করেন। হাউজটির এবারের ঈদের সংগ্রহে আছে আরামদায়ক কাপড় ও ঢিলেঢালা ডিজাইন ও কাটের পোশাক। মেয়েদের টপস, সালোয়ার কামিজ কিংবা টিউনিকে দেখা যায় লেয়ারিং, কুঁচি, অ্যাসিমেট্রিক্যাল কাট, কোটি ইত্যাদি ডিজাইন। রঙের ক্ষেত্রে প্রাধান্য পেয়েছে সবুজ, নীল, মেরুন, সাদা, কালো ও বাদামীর নানা শেড।

বিজ্ঞাপন

ছেলেদের পাঞ্জাবি, টি-শার্ট আর ফরমাল শার্টেও প্রাধান্য পেয়েছে রঙের বৈচিত্র। হালকা কাজ আর আরামদায়ক কাপড়ের পাঞ্জাবিতে দেখা যায় বেগুনি, মেরুন, বাদামি, নীল, কালো, লাইলাক, হলুদ, রঙের প্রাধান্য। ছেলেদের শার্ট ও টি-শার্ট একরঙের পাশাপাশি প্রিন্টের কাজ করা হয়েছে। রঙের ক্ষেত্রে হালকা রঙের প্রাধান্যই বেশি। হালকা কমলা, সাদা, কালো, ধূসর ইত্যাদি রঙ দেখা গেছে টি-শার্টের সংগ্রহে।

অ্যালিসার মুখোশ পরে তাকে দর্শকদের সাথে পরিচিত করান মডেলরা

হাউজটির কোনো পোশাক পছন্দ হলে গ্রাহকদের আর ফোন কল বা মেইলের মাধ্যমে পোশাকটির বিস্তারিত জানার জন্য অপেক্ষা করা লাগবে না। পছন্দের ছবি তুলে বা স্ক্রিনশট নিয়ে লা রিভের মেসেঞ্জার অথবা ওয়েবসাইটের লাইভ চ্যাটে পাঠিয়ে দিলে অ্যালিসা সঙ্গে সঙ্গে জানাবে কোন কোন আউটলেটে পোশাকটা পাওয়া যাবে। শুধু তাই নয়, একইরকম আরও পোশাক আছে কিনা, আপনার সাইজ অনুযায়ী পাবেন কিনা, নিকটস্থ শো-রুমের ঠিকানা ও খোলার সময়সূচিও জানা যাবে অ্যালিসার কাছ থেকেই।  শুধু তাই নয়, এখান থেকে পছন্দসই পোশাক মিলে গেলে অর্ডারও প্লেস করা যাবে অ্যালিসার সাহায্যে।

রিভ গ্রুপের প্রধান নির্বাহী এম রেজাউল হাসান জানান, ‘লা রিভের কর্মী বাহিনীতে অ্যালিসা যুক্ত হয়ে এর গ্রাহকসেবার মান আরও বাড়াতে সাহায্য করবে। কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন অ্যালিসাকে আপনার মনে হবে পরিচিত কোনো একজন। আর, অ্যালিসা একই সময়ে যতজন নক করবে সবার সঙ্গেই চ্যাট করতে পারে, ফলে এতে গ্রাহকদের কোনো সময় অপেক্ষায় কাটাতে হবে না।’

প্রশ্নোত্তর পর্বে সারাবাংলার পক্ষ থেকে মন্নুজান নার্গিসের কাছে জানতে চাওয়া হয়েছিল অ্যালিসা বাংলাদেশি গ্রাহকদের সেবা দেওয়া চিন্তা থেকে হলে এর নাম ইংরেজিতে কেন। নার্গিস বলেন, ‘লা রিভ সারা বিশ্বেই তাদের তৈরি পোশাকের বিপণন করতে চায়। সেই লক্ষেই একটা আন্তর্জাতিক নাম দেওয়া।’

লা রিভের জন্য এই চ্যাটবট তৈরি করেছে ব্র্যান্ডটির সহযোগী প্রতিষ্ঠান www.botkart.com

অ্যালিসা’র মাধ্যমে পছন্দের লা রিভ পোশাকটি খুঁজে পেতে কিংবা প্রয়োজনীয় তথ্য খুঁজে পেতে ভিজিট করতে হবে lerevecraze.com ওয়েবসাইট অথবা যোগাযোগ করতে হবে লা রিভের ফেসবুক মেসেঞ্জারে

সারাবাংলা/আরএফ/এটি

ঈদ ফ্যাশন চ্যাট বট ফ্যাশন ভারচুয়াল শপিং এসিসট্যান্ট লা রিভ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর