Thursday 23 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লুঙ্গি ফ্যাশনে জারা!


৩০ জানুয়ারি ২০১৮ ১৮:৫১ | আপডেট: ৩০ জানুয়ারি ২০১৮ ১৮:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লুঙ্গি ছোটলোকের পোশাক বলে নাক সিঁটকায় কত জন! ঢাকায়তো একটি অভিজাত এলাকায় লুঙ্গি পরে রিক্সা চালানো নিষিদ্ধ করা হলো… তাতে নাকি তাদের জাত থাকে না!

কিন্তু এবার সত্যিই লুঙ্গি বুঝি জাতে উঠলো।

বিশ্বখ্যাত ফ্যাশন হাউজ জারা এবার লুঙ্গি বিক্রি শুরু করেছে। আর তা পরতে শুরু করেছে ফ্যাশনদুরস্ত নারীরা।
কেবল তা-ই নয় ঢাকার তিন শ’ টাকা (৩ পাউন্ড) দরের লুঙ্গি এই ফ্যাশন হাউজে বিক্রি হচ্ছে অন্তত সাত হাজার টাকায় (৭০পাউন্ড)।

বাংলাদেশ, ভারত, নেপাল পাকিস্তানের প্রিয় পোশাক লুঙ্গি। মিয়ানমার, ভিয়েতনাম থাইল্যান্ডেও দেখা যায়। তবে এর কোথাও এই পোশাকের দাম বেশি নয়।

সে যাই হোক ফ্যাশন বেনিয়া জারা পোশাকটি বিক্রি করছে ৬৯.৯৯ পাউন্ড দরে।

বিজ্ঞাপন

কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত বিস্তৃত, আর নাভির কাছে লুঙ্গির গিট্টু দেওয়া কুচিপড়া স্টাইল জারার লুঙ্গিতেও। ইউরোপের ফ্যাশনপ্রিয় মেয়েরা পরছে দেদার।

তারা কি জানে- ৭০ পাউন্ডে তাদের কিনতে হলেও এটা ঢাকায় মেলে মাত্র ৩০০ টাকায় বা ৩ পাউন্ডে।

এরই মধ্যে প্রধান প্রধান ফ্যাশন শোতেও জারার এই লুঙ্গি দেখানো হয়েছে।

সারাবাংলা/এমএম

বিজ্ঞাপন

সাভারে স্টার টেকের নতুন শাখা
২৩ অক্টোবর ২০২৫ ২৩:৪৬

আরো