Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারুণ্য ধরে রাখার ৭ উপায়


২৩ আগস্ট ২০১৯ ০৯:২০

চেহারায় তারুণ্য ধরে রাখার চেষ্টা কমবেশি সবাই করেন। সেকারণে নানা ধরনের অ্যান্টি-এজিং প্রসাধনীর প্রচুর চাহিদা। এসব প্রসাধনীর ব্যবহারে সাময়িক উপকার মিললেও স্থায়ীভাবে ত্বকের সৌন্দর্য ধরে রাখা সম্ভব না। বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করে এসব পণ্য তৈরি হয় বলে ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে।

তারুণ্য ধরে রাখতে সঠিক জীবনযাপন পদ্ধতির প্রতি মনোযোগ দিতে হবে। প্রতিদিন একই সময়ে ব্যায়াম করতে হবে। খেতে হবে পরিমিত পরিমাণে। আর ঘুমাতে হবে পর্যাপ্ত।

চেহারায় লাবণ্য ধরে রাখতে কিছু বিষয় মেনে চলতে হবে। এতে প্রাকৃতিকভাবেই আপনার ত্বক সুস্থ থাকবে। নিজের মধ্যে খুঁজে পাবেন প্রাণবন্ত সজীবতা।

শাক-সবজিতে গুরুত্ব দিন

শাক-সবজিতে আছে মিনারেল, খনিজ ও নানা ধরনের ভিটামিন উপাদান, যেগুলো দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ত্বকের লাবণ্য রাখে। ভেতর থেকে সৌন্দর্য বাড়ায়। এছাড়া শরীর থেকে ক্ষতিকর উপাদান বা টক্সিন দূর করতে নিয়মিত শাকসবজি খাওয়া দরকার।

নিয়মিত ব্যায়াম করুন

স্থাস্থ্যজ্জ্বল ত্বক পেতে প্রতিদিন ব্যায়ামের বিকল্প নাই। ইয়োগা, সাঁতার, হাঁটাহাঁটি কিংবা খালি হাতে ব্যায়াম করতে হবে। সকালে ব্যায়াম করা বেশি উপকারী হলেও সময় না পেলে দিনের যেকোন সময় ব্যায়াম করতে পারেন। তবে কোন ব্যায়ামগুলো আপনার জন্য উপযোগী তা চিকিৎসকের কাছে জেনে নিন।

পর্যাপ্ত পানি খেতে হবে

প্রতিদিন অন্তত দুই লিটার পানি খেতে হবে। শরীরকে আর্দ্র রাখতে সাহায্য করে পানি। অতিরিক্ত ওজন ঝেড়ে ফেলতেও কার্যকর।

ডাবের পানি খান

ত্বকের সতেজভাব ধরে রাখতে ডাবের পানি উপকারি। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। শরীর থেকে ক্ষতিকর উপাদান বা টক্সিন দূর করতে ডাবের পানি বেশ কার্যকর।

হলুদ

কাঁচা দুধ বা দইয়ের সাথে হলুদ গুঁড়া মিশিয়ে ত্বকে লাগাতে হবে। এটি ত্বক মসৃণ করে ও উজ্জ্বলতা বাড়ায়। তবে দিনেরবেলা এই প্যাক ব্যবহার করা উচিত না। রাতে ঘুমানোর আগে এই প্যাক ত্বকে লাগিয়ে ৩০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ত্বক পরিচর্যা জরুরী

তারুণ্যদীপ্ত ত্বকের জন্য নিয়মিত ত্বক পরিষ্কার করা, ময়েশ্চারাইজার লাগানো ও ত্বকের উপযোগী প্যাক ব্যবহার জরুরী। তবে ফেসপ্যাক বা ময়েশ্চারাইজার ঘষে ঘষে ত্বকে লাগানো ঠিক না। এতে ত্বক নাজুক হয়ে, বলিরেখা দেখা দিতে পারে।

দুধ ও দই খেতে হবে নিয়মিত

ত্বকের মসৃণতা ও লাবণ্য ধরে রাখতে দুধ ও দই ম্যাজিকের মতো কাজ করে। এই দুটি খাবার নিয়মিত খেতে হবে। এছাড়া দই ও কাঁচা দুধ ত্বকে লাগালেও বেশ উপকার পাওয়া যায়।

কেবল দামী প্রসাধনী ব্যবহার করেই ত্বকের সৌন্দর্য ধরে রাখা যায় না। এজন্য দরকার বাড়তি যত্ন ও সুশৃঙ্খল জীবনযাপন পদ্ধতি অনুসরণ করা। এটাই তারুণ্য ধরে রাখার গুরুত্বপূর্ণ হাতিয়ার।

তারুণ্য ধরে রাখতে ত্বকের উজ্জ্বলতা ত্বকের যত্ন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর