ব্রণ ও ত্বকের দাগ দূর করতে আপেল সাইডার ভিনেগার
২৪ সেপ্টেম্বর ২০১৯ ১০:৩০
সাধারণত ভিনেগারে ব্যাকটেরিয়া ও ভাইরাস প্রতিরোধী উপাদান থাকে। অনেকসময় একনে বা ব্রণের জন্য দায়ী প্রোনিওনিব্যাকটেরিয়াম বা পি ব্যাকটেরিয়া। বেশ কিছু গবেষণায় দেখা গেছে আপেল সাইডার ভিনেগারে থাকা এসিটিক, সাইট্রিক, ল্যাকটিক ও সাকসিনিক এসিড পি ব্যাকটেরিয়া ধ্বংস করতে সক্ষম।
ব্রণ ঠিক হওয়ার পরেও ত্বকে দাগ থেকে যায় অনেকসময়। বেশ কিছু অর্গ্যানিক এসিড ত্বকের উপরের ক্ষত স্তর সরিয়ে নতুন স্তর তৈরিতে ভূমিকা রাখে। ল্যাকটিক এসিড ত্বকের বিবর্ণতা দূর করে ত্বককে উজ্জ্বল করতে ভূমিকা রাখে। আপেল সাইডার ভিনেগারে থাকা ল্যাকটিক এসিডে ত্বকের সৌন্দর্য বাড়াতে ভূমিকা রাখে।
চেষ্টা করুন ‘দ্য মাদার’ যুক্ত আপেল সাইডার ভিনেগার ব্যবহার করতে। এতে প্রচুর পরিমাণ প্রোটিন, এনজাইম ও উপকারী ব্যাকটেরিয়া আছে যা ভিনেগারের গুণাগুণ বাড়িয়ে দেয়। মাদারযুক্ত ভিনেগারের তলানিতে জমে থাকা ধোয়াটে উপাদানই মাদার। ফিল্টার করা ভিনেগারের চেয়ে এটি বেশি উপকারী।
যেভাবে ব্যবহার করবেন
এক চামচ আপেল সাইডার ভিনেগারের সঙ্গে তিন চামচ পানি মেশান। সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে পানির পরিমাণ বাড়িয়ে নিন।
প্রথমে মৃদু ফেস ওয়াশ বা ফেসিয়াল ফোম দিয়ে মুখ ধুয়ে তোয়ালে দিয়ে চেপে চেপে মুছে নিন।
এরপর তুলার বল বা প্যাডের সাহায্যে চেপে চেপে ভিনেগার ও পানির মিশ্রণটি ব্রণ আছে এমন জায়গায় লাগান।
পাঁচ থেকে বিশ মিনিট অপেক্ষা করে স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে ধুয়ে তোয়ালে দিয়ে চেপে চেপে শুকান। তারপর ত্বকের ধরণ অনুযায়ী ময়েশ্চারাইজার লাগান।
দিনে অন্তত দুইবার ব্যবহারে উপকার পাবেন।
সরাসরি আপেল সাইডার ভিনেগার ব্যবহারে ত্বকে জ্বালাপোড়া বা অন্য সমস্যা দেখা দিতে পারে। ত্বক জ্বালাপোড়া বা যেকোন ধরণের ক্ষতি দূর করতে তাই পানির সঙ্গে মিশিয়ে আপেল সাইডার ভিনেগার ব্যবহার করুন।
সংবেদনশীল বা ক্ষতযুক্ত ত্বকের জন্য আরও সতর্কতা প্রয়োজন। যদি এই ভিনেগারে আপনার ত্বকে পোড়া অনুভব করেন তাহলে অবশ্যই পানি মিশিয়ে ব্যবহার করুন। পানি মেশানোর পরও যদি জ্বলুনি হয়, তাহলে আপেল সাইডার ভিনেগার ব্যবহার বন্ধ করে দিন।