Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘরেই বানান সুস্বাদু আপেল সাইডার


১৫ জুলাই ২০২০ ১১:০০ | আপডেট: ১৫ জুলাই ২০২০ ১১:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আপেল সাইডার। এই গরমে তৃপ্তি দিতে পারে মজাদার এই পানীয়। দারুণ সুগন্ধযুক্ত মজাদার এই পানীয় দূর করবে গরমের ক্লান্তি। মুহুর্তে এনে দেবে রিফ্রেশিং অনুভূতি। করোনাকালে ঘরে বসেই অনেকেই অনেক কিছু বানাচ্ছেন। আসুন বানিয়ে ফেলি মজাদার আপেল সাইডার। চলুন দেখে নেই কীভাবে বানাবেন এটি।

উপকরণ

তাজা আপেল ১০ টি

কমলালেবু ১ টি

দারচিনি ২ টি

লবঙ্গ ও জায়ফল ১ মুঠ

ফিল্টার করা পানি ১ গ্যালন (৩.৮৫৪১ লিটার)

পদ্ধতি

আপেলগুলো ভালো করে ধুয়ে ছিলে নিন।

আপেল ও কমলালেবু পাতলা করে কেটে একটা বড় পাত্রে নিন। এর মধ্যে পানি ও মশলা যোগ করে জ্বাল দিতে হবে।

একদম অল্প আঁচে অন্তত আট ঘন্টা ঢেকে রান্না করতে হবে এটি। আট ঘন্টা পরে ছেঁকে নিলেই তৈরি হয়ে যাবে আপনার ঘরে তৈরি আপেল সাইডার। শীতকালে রাতে ঘুমানোর আগে পান করতে পারেন মজাদার এই পানীয়। আর গরমে ফ্রিজে রেখে ঠাণ্ডা করে বা স্বাভাবিক তাপমাত্রায় পান করুন দারুণ স্বাদের মজাদার আপেল সাইডার।

বিজ্ঞাপন

আপেল সাইডার মজাদার পানীয়