Wednesday 07 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাধীনতার মাসজুড়ে ক্লাব লাভেলোতে “লিমিটলেস হ্যাপিনেস” উৎসব


২০ মার্চ ২০১৮ ১৮:৫৩ | আপডেট: ২০ মার্চ ২০১৮ ১৮:৫৬

এক থেকে একত্রিশ মার্চ পর্যন্ত গোটা স্বাধীনতার মাসজুড়ে ক্লাব লাভেলো দিচ্ছে মাত্র চারশো নিরানব্বই টাকায় আনলিমিটেড প্রিমিয়াম আইস্ক্রিম খাওয়ার সুযোগ। এখানে থাকছে কফির সাথে এক স্লাইস ফ্রি ব্রেকফাস্ট ওয়াফল।
ঢাকার আইস্ক্রীম প্রেমীদের জন্যে গত ডিসেম্বর মাসের আট তারিখে বনানী ১১ এর ৭৬/এ বাড়িতে যাত্রা শুরু করেছিলো প্রিমিয়াম আইস্ক্রীম পার্লার ক্লাব লাভেলোঃ ক্যাফে এন্ড ক্রিমারি। হৃদয় মিলবে যেখানে একসাথে, বাজবে হৃদস্পন্দন একই সুরে এই থিম নিয়ে শুরু হয়েছে ক্লাব লাভেলোর যাত্রা। বিশ্বমানের এই অভিজাত আইসক্রিম পার্লারে রয়েছে নিজের চাহিদামত কোন এবং কাপে আসল ডেইরি আইসক্রিম বানিয়ে নেয়ার সুযোগ।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএম 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর